১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫
`

ভারতকে হারিয়ে সমতা আনলো শ্রীলঙ্কা

ভারতকে হারিয়ে সমতা আনলো শ্রীলঙ্কা - নয়া দিগন্ত

প্রথম ম্যাচে হারলেও দ্বিতীয় ম্যাচে দারুণ জয় পেল শ্রীলঙ্কা। ভারতকে হারিয়ে টি টোয়েন্টি সিরিজে সমতা আনেছে স্বাগতিক শিবির। দারুণ রোমাঞ্চের লড়াইয়ে বুধবার কলম্বোয় দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে ভারতকে ৪ উইকেটে হারায় লঙ্কানরা। তিন ম্যাচ সিরিজে এখন সমতা ১-১ ব্যবধানে।

অবশ্য এই ম্যাচে ভারত ছিল বলা চলে দ্বিতীয় সারির দল। নিয়মিত আট খেলোয়াড়কে থাকতে হয়েছে আইসোলেশনে। চারজনের হয়েছে অভিষেক। সব মিলিয়ে ভারতকে স্বরুপে দেখা যায়নি।

আগে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ১৩২ রান করে ভারত। জবাবে শেষ ওভারের উত্তেজনায় শ্রীলঙ্কা ম্যাচ জেতে ১৯.৪ ওভারে ৬ উইকেট হারিয়ে। ব্যাট হাতে লঙ্কানদের জয়ের বন্দরে পৌঁছানো ধনাঞ্জায়া ডি সিলভা জেতেন ম্যাচ সেরার পুরস্কার।

সহজ লক্ষ্যে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা শুরু থেকেই ছিল চাপের মধ্যে। দুজন বলতে গেলে দলকে জয় পাইয়ে দেন। ওপেনার মিনুদ ভানুকা ৩১ বলে করেন ৩৬ রান। বাকি টপ অর্ডারের চার ব্যাটসম্যান ফেরেন দ্রুত। মিডল অর্ডারে দলে হাল ধরেন ধনাঞ্জয়া। হাসারাাঙ্গা ও চামিকার সঙ্গে গড়েন দুটি খন্ড জুটি। তাতেই শেষ হাসি হাসে শ্রীলঙ্কা। ৩৪ বলে মাত্র এক চার ও ছক্কায় ৪০ রানে অপরাজিত থাকেন ধনাঞ্জয়া। ৬ বলে ১২ রানে অপরাজিত থাকেন চামিকা।

এর আগে টস হেরে ব্যাট করতে নামা ভারতের হয়ে সর্বোচ্চ ৪০ রান করেন অধিনায়ক শিখর ধাওয়ান। অভিষিক্ত দেবদূত পাডিকাল ২৯, রিতুরাজ ২১ রান করেন। লঙ্কানদের হয়ে বল হাতে আকিলা ধনাঞ্জয়া দুটি উইকেট লাভ করেন।

ভারতের হয়ে এই ম্যাচ অভিষেক হয় চারজনের। তারা হলেন চেতন সাকারিয়া, দেবদূত পাডিকাল, নিতিশ রানা, রিতুরাজ গাইকার্ড। লঙ্কানদের হয়ে অভিষেক হয় রমেশ মেন্ডিজের। আজ বৃহস্পতিবার কলম্বোতে অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় ও শেষ টি টোয়েন্টি।


আরো সংবাদ



premium cement
কেএনএফ সদস্যদের আদালতে উপস্থাপন, ৫২ জনের রিমান্ড মঞ্জুর ৬ জেলায় বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ রাখাইনে তুমুল যুদ্ধ, মর্টার শেলের শব্দে প্রকম্পিত সীমান্ত এলাকা হামলার ব্যাপারে ইসরাইল নিজেই সিদ্ধান্ত নেবে : নেতানিয়াহু ইরানের ওপর চাপ বাড়াচ্ছে পাশ্চাত্যের দেশগুলো সিদ্ধিরগঞ্জে দুর্ধর্ষ ডাকাতি, নগদ টাকাসহ ৮০ লাখ টাকার মালামাল লুট প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরীমণির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার আবেদন স্থায়ী যুদ্ধবিরতি না হওয়ায় গাজায় মানবিক প্রচেষ্টা সম্পূর্ণ ব্যর্থ : রাশিয়া পিকআপচালককে হত্যা করে রেললাইনে লাশ ফেল গেল দুর্বৃত্তরা এক মাস না যেতেই ভেঙে গেলো রাজকীয় বিয়ে!

সকল