১৭ এপ্রিল ২০২৪, ০৪ বৈশাখ ১৪৩১, ০৭ শাওয়াল ১৪৪৫
`

তৃতীয় ম্যাচেও পাকিস্তানকে হারাল ইংল্যান্ড

তৃতীয় ম্যাচেও পাকিস্তানকে হারাল ইংল্যান্ড - ছবি : সংগৃহীত

তৃতীয় টি২০-তে পাকিস্তানকে হারিয়ে সিরিজ জয় ইংল্যান্ডের।
সাদা বলে ইংল্যান্ড দলের নির্ভীক ক্রিকেট এবং বেঞ্চের জোর মুগ্ধ করেছে স্টুয়ার্ট ব্রডকে। পাকিস্তানের বিরুদ্ধে ইয়ন মর্গ্যানের দল সিরিজ জিতে ট্রফি হাতে তুলতেই তাই ব্রডের গলায় শোনা গেল বিশ্বকাপ জয়ের সম্ভাবনার কথা। ব্রডের কথায়, মর্গ্যানকে পাকিস্তানের বিরুদ্ধে ট্রফিটা হাতে তুলে নিতে দেখে মনে হলো যেন আমরা বিশ্বকাপটা জিতব।

উল্লেখ্য, তিন ম্যাচের টি২০ সিরিজে প্রথম ম্যাচে হেরেও দুর্দান্তভাবে ফিরে এসেছে ইংলিশরা। ওল্ড ট্র্যাফর্ডে সিরিজের শেষ ম্যাচে দুই বল বাকি থাকতে জয় ছিনিয়ে নেয় মর্গ্যানের দল। এর ফলে সিরিজে প্রথমে পিছিয়ে পড়েও শেষ হাসি হাসলেন মর্গ্যানরা। সিরিজ ডিসাইডারে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন পাক অধিনায়ক বাবর আজম। তবে পাকিস্তানের হয়ে ব্যাট হাতে মোহাম্মদ রিজওয়ান বাদে কেউ দাগ কাটতে পারেননি। রিজওয়ানের ৫৭ বলে ৭৬ রানের ইনিংসের উপর ভর করেই ৬ উইকেট হারিয়ে ১৫৪ রানের স্কোরে পৌঁছায় পাকিস্তান। বল হাতে দুর্দান্ত ছিলেন আদিল রাশিদ। ৪ ওভারে ৩৫ রান দিয়ে ৪ উইকেট তুলে নেন তিনি। একটি উইকেট পান মইন আলিও।

রান তাড়া করতে নেমে ইংল্যান্ড মোটামুটি ভালো শুরু করেছিল। তে মাঝে পরপর উইকেট পতনে ম্যাচে রোমাঞ্চ ফিরে সে। ১১২ রানে ৪ উইকেট হয়ে গিয়েছিল ইংল্যান্ড। এরপর ১৯তম ওভারেও দুটি উইকেট পড়ে যয়। তবে শেষ পর্যন্ত দুই বল বাকি থাকতেই ম্যাচ জেতেন মর্গ্যানরা। ইংল্যান্ডের হয়ে সবথেকে সফল ব্যাটসম্যান ছিলেন জেসন রয়। তিনি ৩৬ বলে ৬৪ রান করেন। শেষের দিকে মর্গ্যান ১২ বলে ২১ রান করেন। পাকিস্তানের হয়ে মোহাম্মদ হাফিজ তিন উইকেট নেন। ১৯তম ওভারেই তিনি ডেভিড মালান এবং লিয়াম লিভিংস্টোনকে সাজঘরে ফেরান। তবে পাকিস্তানকে ম্যাচ জেতাতে সক্ষম হননি তিনি।
সূত্র : হিন্দুস্তান টাইমস

 


আরো সংবাদ



premium cement