২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

বিশ্বজয়ে বিশেষ অনুভূতি উইলিয়ামসনের

উইলিয়ামসন - ছবি : সংগৃহীত

২০০০ সালে নক আউট বিশ্বকাপের ট্রফি জয়। এরপর আর কোনো আইসিসি ট্রফি ছিল না। বিশ্বকাপ তো বরাবরই অধরা। সবশেষ দুটি বিশ্বকাপের ফাইনালে হতাশার হার। এমন হাহাকারের অনেক মুহূর্তের পর অবশেষে এলো সাফল্য রাঙা সময়। ক্রিকেটের সবচেয়ে মর্যাদার সংস্করণের প্রথম বৈশ্বিক আসরের ট্রফি এখন নিউজিল্যান্ডের।

ভারতকে ৮ উইকেটে হারিয়ে নিউজিল্যান্ড পেল শিরোপার অনির্বচনীয় স্বাদ। এমন সাফল্যে উদ্বেলিত গোটা কিইউ শিবির। অধিনায়ক কেন উইলিয়ামসনের কাছে এই ট্রফি জয়ের অনুভূতি বিশেষ।

সাউথ্যাম্পটনে বুধবার শেষ দিনে কিউই পেসারদের দুর্দান্ত বোলিংয়ে ভারত দ্বিতীয় ইনিংসে গুটিয়ে যায় ১৭০ রানে। নিউ জিল্যান্ডের লক্ষ্য দাঁড়ায় ১৩৮। দুই ওপেনারকে দ্রুত হারালেও কেন উইলিয়ামসন ও রস টেইলরের জুটিতে ধরা দেয় জয়।

ম্যাচের পর নিউজিল্যান্ড অধিনায়ক বলেন, ‘খুব বিশেষ অনুভূতি। আমি বিরাট এবং ভারতীয় দলকে ধন্যবাদ জানাতে চাই, তারা একটি অবিশ্বাস্য দল। চ্যালেঞ্জের হবে জানতাম আমরা। এটি দুর্দান্ত ছিল, আমাদের দল যা দেখিয়েছে, তা দুর্দান্ত। এটি একটি খুব বিশেষ অনুভূতি, আমাদের ইতিহাসে প্রথমবারের মতো আমরা বিশ্ব খেতাব নিয়ে ফিরে এসেছি।’

তিনি আরো বলেন, ‘ফাইনাল, ওয়ানডে টেস্ট ম্যাচে এটি সর্বদা সহজ নয়, আমরা এটি শ্রদ্ধা করি এবং ছয় দিন জুড়েই এটি প্রবলভাবে প্রবাহমান ছিল। সত্যিই কেউ ভাগ্যের ছোয়া পায়নি। শেষ দিনটি ছিল দুর্দান্ত। এটি ছিল কঠিন [প্রথম ইনিংসে ব্যাটিং]। আশ্চর্যজনক আক্রমণ, তারা আপনাকে আঘাত করার মতো বেশি কিছু দেয় না।’

দারুণ জয়ে কেনের সাথে অপরাজিত ছিলেন রস টেলর। তাকেও প্রশংসাও ভাসিয়েছেন কিউই অধিনায়ক। তিনি বলেন, ‘রস এই ধরণের পরিস্থিতিতে খুব অভিজ্ঞ এবং খুব শান্ত। রসের সাথে অংশীদারিত্ব করতে এবং শেষে সেখানে থাকতে ভালো লাগছিল। একটি বিশেষ অনুভূতি যা আমাদের আগে হয়নি।’


আরো সংবাদ



premium cement