২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

প্রথম বাংলাদেশী হিসেবে আইসিসির প্লেয়ার অব দ্য মান্থ মুশফিক

প্রথম বাংলাদেশী হিসেবে আইসিসির প্লেয়ার অব দ্য মান্থ মুশফিক -

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) এ মাসের ‘প্লেয়ার অব দ্য মান্থ’ বা মাসের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতলেন মুশফিকুর রহিম। বাংলাদেশের হয়ে প্রথম ক্রিকেটার হিসেবে তিনি এ পুরস্কার জিতলেন।

শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে দুর্দান্ত পারফরমেন্সের কারণেই তিনি গেল মে মাসের সেরার লড়াইয়ে পাকিস্তানের হাসান আলি ও শ্রীলঙ্কা প্রবীন জয়াবিক্রমকে পেছনে ফেলে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন।

শ্রীলঙ্কার বিপক্ষে দেশের মাঠে গত মাসে প্রথম ওয়ানডেতে ৮৪ রান করেন মুশফিক। দ্বিতীয়টিতে ১২৫ ও শেষ ম্যাচে ২৮ রান। সব মিলিয়ে ২৩৭ রান নিয়ে সিরিজ সেরার পুরস্কারও পান এই তারকা ক্রিকেটার। এর স্বীকৃতি হিসেবেই ওই মাসের সেরা ক্রিকেটারের পুরস্কারও পেলেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান।

এর আগের চার মাসে এই পুরস্কার জিতেছেন যথাক্রমে রিশাভ পান্ত, রবিচন্দ্রন অশ্বিন, ভুবনেশ্বর কুমার ও বাবর আজম। এবার এশিয়ার পঞ্চম ক্রিকেটার হিসেবে জিতলেন মুশফিক।


আরো সংবাদ



premium cement