২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

সাকিবের শাস্তি প্রত্যাহারে মোহামেডানের আবেদন, যা বলছে সিসিডিএম

সাকিবের শাস্তি প্রত্যাহারে মোহামেডানের আবেদন, যা বলছে সিসিডিএম - ছবি- সংগৃহীত

স্টাম্পে লাথি ও তুলে আছাড়। আম্পায়ারদের সাথে অশোভন আচরণ। সব মিলিয়ে ঘরোয়া ক্রিকেটে তিন ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন মোহামেডান অধিনায়ক সাকিব আল হাসান। একইসাথে জরিমানা গুণতে হয়েছে পাঁচ লাখ টাকা। এমন শাস্তি মনে ধরেনি মোহামেডানের কর্তৃপক্ষের। সাকিবের শাস্তি প্রত্যাহারে বিসিবি বরাবর আবেদন করেছে দলটি। বিষয়টি নিশ্চিত করেছেন ক্রিকেট কমিটি অব মেট্রোপলিস- সিসিডিএমের সদস্য সচিব আলী হোসেন। রোববার এ আবেদন করা হয়।

আলী হোসেন বলেন, 'কিছুক্ষণ আগে আমরা চিঠি পেয়েছি। আমাদের কাছে চিঠি পাঠালেও এটা সিসিডিএম বরাবর দেয়া হয়নি। মোহামেডান কর্তৃপক্ষ বিসিবি সভাপতি বরাবর আবেদন করেছে। তাই এটা আর আমাদের হাতে নেই। এটা এখন বিসিবির সিদ্ধান্ত। এখানে আমাদের কিছু করার নেই।'

শাস্তি মেনে নিলে শুনানি হয় না। সাকিবের বেলাতে তাই হয়েছে। তার চেয়ে বড় কথা কেউ শাস্তি মেনে নিলে তা প্রত্যাহারের আবেদন করাটাও বোকামি।


আরো সংবাদ



premium cement