২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫
`

সাকিব ৩ ম্যাচের জন্য নিষিদ্ধ, ৫ লাখ টাকা জরিমানা

সাকিব আল হাসানকে ৩ ম্যাচের জন্য নিষিদ্ধ ও ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। - ছবি : সংগৃহীত

ঢাকা প্রিমিয়ার লীগের খেলায় মাঠে আচরণবিধি লঙ্ঘনের অপরাধে তিন ম্যাচের জন্য নিষেধাজ্ঞা পেলেন এবারের লিগে মোহামেডানের অধিনায়ক সাকিব আল হাসান। একই সাথে তাকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিটনের (সিসিডিএম) চেয়ারম্যান কাজী ইনাম আহমেদ সন্ধ্যায় বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপনের সাথে এক বৈঠকের পর এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন।

‘ম্যাচ আম্পায়ার ও রেফারি যেভাবে রিপোর্টে দিয়েছেন সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হয়েছে এবং সাকিব আল হাসান তা মেনে নিয়েছেন,’ সন্ধ্যায় বিসিবি সভাপতির সাথে বৈঠকের পর অপেক্ষমান সাংবাদিকদের জানান তিনি, যা কয়েকটি টেলিভিশনে সরাসরি দেখানো হয়েছে।

তিনি বলেন, ‘ম্যাচ রেফারির রিপোর্ট বিকেলে পেয়েছি যেখানে সাকিবকে লেভেল-থ্রি মাত্রার অপরাধের জন্য নিষেধাজ্ঞা ও জরিমানা করা হয়েছে।’

আবাহনীর সাথে খেলার সময় শুক্রবার আম্পায়ারের সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে একবার লাথি দিয়ে আরেকবার হাত দিয়ে স্টাম্প উপড়ে ফেলেছিলেন সাকিব আল হাসান।

তবে পরে শুক্রবারই ঘটনার জন্য ক্ষমা চেয়ে ফেসবুকে পোস্ট দিয়েছিলেন যাতে এমন ঘটনার পুনরাবৃত্তি আর হবে না বলেই আশা করেছেন তিনি।

তিনি লিখেছিলেন, ‘এমন ভুলের জন্য সকল দল, কর্তৃপক্ষ, টুর্নামেন্ট সংশ্লিষ্ট সকল কর্মকর্তা ও অর্গানাইজিং কমিটির কাছে ক্ষমা চাচ্ছি। আশা করি ভবিষ্যতে এমন কোন কাজে আমি আর জড়াবো না। সকলের জন্য ভালোবাসা।’

তবে পরে সাকিবের স্ত্রী উম্মে আল হাসান, যিনি শিশির নামেও পরিচিত, তিনি ফেসবুক পোস্টে বলেছেন, মিডিয়ায় প্রধান ইস্যুকে চাপা দিয়ে বরং সাকিবের রাগের বিষয়টিতে দেখানো হচ্ছে। সব সময়ের মতো এখানেও সাকিবকে ভিলেন বানানোর চেষ্টা করা হচ্ছে বলে তিনি মনে করেন।

নিজের ভেরিফায়েড ফেসবুক পাতায় শনিবার মধ্যরাতে সাকিব উম্মে আল হাসান লিখেছেন, ‘আমি এই ঘটনা মিডিয়ার মতো করেই উপভোগ করছি, অবশেষে টেলিভিশনে কিছু খবরও দেখা যাচ্ছে! আজকের ঘটনায় যারা পুরো চিত্র পরিষ্কারভাবে দেখতে পাচ্ছেন, সেরকম কিছু মানুষের সমর্থন পেয়ে ভালো লাগছে যে, সব প্রতিকূলতার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর মতো অন্তত একজনের সাহস আছে।’

শুক্রবার মাঠে যা ঘটেছিল
প্রিমিয়ার লিগে মোহামেডান ও আবাহনীর মধ্যে উত্তেজনাপূর্ণ একটি খেলায় আম্পায়ার এলবিডব্লিউ’র আবেদন মেনে আউট না দেয়ায় লাথি মেরে স্টাম্প উড়িয়েছেন মোহামেডানের অধিনায়ক সাকিব আল হাসান।

এরপর আম্পায়ার ইমরান পারভেজের দিকে তেড়ে যান ও বিতণ্ডায় জড়াতেও দেখা গেছে তাকে।

এই টি-২০ ম্যাচের দ্বিতীয় ইনিংসের পঞ্চম ওভারে বল করছিলেন সাকিব আর ক্রিজে ব্যাটসম্যান ছিলেন আবাহনীর মুশফিকুর রহিম।

এটিই ছিল ম্যাচে তার করা একমাত্র ওভার এবং তিনি মুশফিকুর রহিমকে বল করলে বল পায়ে লাগার পর আবেদন জানান তিনি।

কিন্তু আম্পায়ার নেতিবাচক উত্তর দেন।

সাথে সাথেই ক্ষিপ্ত হয়ে স্টাম্পে লাথি মেরে তাকে আম্পায়ারের সাথে বাকবিতণ্ডায় জড়াতে দেখা যায় টিভি ক্যামেরায়।

এ সময় আবাহনীর স্কোর ছিল ৩ উইকেটে ২১ রান আর এর আগে মোহামেডান প্রথম ইনিংসে ব্যাট করে ১৪৫ রান তোলে।

এর কিছুক্ষণ পরই আম্পায়ার বৃষ্টির জন্য খেলা বন্ধ করলে আবার হাত দিয়ে স্টাম্প উপড়ে ফেলেন সাকিব।

ড্রেসিংরুমে ফেরার পথে তিনি কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন আবাহনীর কোচ খালেদ মাহমুদের সাথেও।

পরে দলীয় ক্রিকেটাররা এসে তাকে ড্রেসিং রুমে নিয়ে যান।

সূত্র : বিবিসি


আরো সংবাদ



premium cement