২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

৯৭ রানে গুটিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ

৯৭ রানে গুটিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ - ছবি : সংগৃহীত

সেন্ট লুসিয়ায় প্রথম টেস্টে সফরকারী দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কোণঠাসা অবস্থায় আছে ওয়েস্ট ইন্ডিজ। আগে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে মাত্র ৯৭ রানে অল আউট হয়েছে ক্যারিবীয়রা। ঘরের মাঠে তৃতীয় সর্বনিম্ন রান এটি তাদের।

ড্যারেন সামি ন্যাশনাল স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নামে ওয়েস্ট ইন্ডিজ। শুরু থেকেই ধারাবাহিক বিরতিতে উইকেট পড়তে থাকে দলটির। কোনো ব্যাটসম্যান বা জুটি প্রতিরোধ গড়ে তুলতে পারেনি প্রোটিয়া বোলারদের বিরুদ্ধে।

সর্বোচ্চ ২০ রান করেন জেসন হোল্ডার। অধিনায়ক ব্রাথওয়েট ১৫, শেই হোপ ১৫, বনার ১০, রাকিম কর্নওয়াল ১৩ রান করেন। বাকিদের রান ১ অতিক্রম করেনি।

বল হাতে দক্ষিণ আফ্রিকার হয়ে পাঁচটি উইকেট নেন পেসার লুঙ্গি এনগিডি। চারটি উইকেট নেন অ্যানরিচ নরটজে। রাবাদা পান বাকি এক উইকেট। জবাবে প্রথম ইনিংসের ব্যাট করতে নেমে এই প্রতিবেদন লেখা অবধি দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ১ উইকেটে ২৪ রান। অধিনায়ক ডিন এলগার বিদায় নিয়েছেন রানের খাতা না খুলেই। ব্যাট করছিলেন মারক্রাম ও পিটারসেন।

টেস্ট ক্রিকেটে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের সর্বনিম্ন রান ৪৭, কিংসটনে। এটা তাদের টেস্টেরও সর্বনিম্ন। দ্বিতীয় সর্বনিম্ন ৫১ রান পোর্ট অব স্পেনে। এরপর ঘরের মাঠে তৃতীয় সর্বনিম্নর রানের রেকর্ড এবার ক্যারিবীয়রা করলো সেন্ট লুসিয়ায়।


আরো সংবাদ



premium cement