২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

বাংলাদেশের বিপক্ষে নির্ভিক ক্রিকেট খেলতে চান লঙ্কান অধিনায়ক

শ্রীলঙ্কা দলের নয়া অধিনায়ক কুশল পেরেরা - ছবি : সংগৃহীত

বাংলাদেশের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজে নির্ভিক ক্রিকেট খেলতে চান শ্রীলঙ্কা দলের নয়া অধিনায়ক কুশল পেরেরা।

বাংলাদেশের বিপক্ষে সিরিজ নিয়ে স্থানীয় সংবাদ মাধ্যমকে পেরেরা বলেন, ‘বাংলাদেশের বিপক্ষে জিততে হলে আমাদের ডর-ভয়হীন ক্রিকেট খেলতে হবে। ম্যাচে জয়-পরাজয় আছে, কিন্তু ভয় পেলে চলবে না। দলে নিজের জায়গা নিয়ে উদ্বিগ্ন থাকেন তাহলে কখনোই শতভাগ দেয়া যাবে না। আমি খেলোয়াড়দের একটি কথাই বলবো- মাঠে যাও। নিজেদের সেরাটা উজার করে দাও।’

তিনি আরো বলেন, ‘আমি যদি অনুশীলনেও ডর-ভয়হীন থাকি তাহলে সেটা মাঠে প্রয়োগ করতে পারবো। এটাই ছেলেদের জন্য আমরা বার্তা। আমরা যদি মাঠে নামার আগেই ভয় পাই তাহলে সামনে এগিয়ে যেতে পারবো না। আমি এখানে এমন একটি ক্রিকেট সংস্কৃতি তৈরি করতে চাই যারা আত্মবিশ্বাস নিয়ে প্রতিপক্ষকে মোকাবেলা করবে এবং আক্রমণাত্মক ক্রিকেট খেলবে।’

আগামী ২৩ মে থেকে বাংলাদেশের বিপক্ষে সিরিজ শুরু করবে শ্রীলঙ্কা। পরের দু’টি ওয়ানডে হবে ২৫ ও ২৮ মে।

সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement