২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

সবার উপরে বাবর আজম

সবার উপরে বাবর আজম - ফাইল ছবি

সময়টা বেশ ভালোই যাচ্ছে পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। ব্যাটসম্যান হিসেবে আছেন ফর্মে, অধিনায়ক হিসেবেও গড়ছেন নতুন রেকর্ড। টেস্টে অভিষেক নেতৃত্বের পর টানা চারটি টেস্ট জিতে নতুন চূড়ায় বাবর।

সোমবার জিম্বাবুয়ের বিরুদ্ধে ২-০তে সিরিজ জেতে পাকিস্তান। দুটি টেস্টই তারা জেতে ইনিংস ব্যবধানে। এর আগে বছরের শুরুতে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুটি টেস্ট জিতেছিল পাকিস্তান। ওই সিরিজে বাবরের নেতৃত্বের অভিষেক হয়। ক্যাপ্টেন হিসেবে এরপর থেকে সাদা পোশাকের ক্রিকেটে জয় পেয়েই যাচ্ছেন বাবর।

যদিও জিম্বাবুয়ের বিরুদ্ধে হাসেনি বাবরের ব্যাট। প্রথম টেস্টের একমাত্র ইনিংসে শূন্য রানে আউট হয়েছিলেন তিনি। দ্বিতীয় টেস্টে তাকে সাজঘরে ফিরতে হয় মাত্র ২ রানে। তবে গত মাসে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে নয়নকাড়া পারফরম্যান্সের কারণে আইসিসির এপ্রিল মাসের সেরা পুরুষ ক্রিকেটার নির্বাচিত হন তিনি।

এর আগে তিনি কোহলিকে ছাড়িয়ে যান, ওয়ানডেতে ব্যাটসম্যানদের র‌্যাংকিংয়ে তিনিই এখন শীর্ষে।


আরো সংবাদ



premium cement