২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

পাকিস্তান দলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

জুনাইদ খান - ছবি : সংগৃহীত

যদি আপনি ক্যাপ্টেন ও ম্যানেজমেন্টের প্রিয়পাত্র হন, তবে সব ফর্ম্যাটে নিজেকে প্রমাণ করার পর্যাপ্ত সুযোগ পাবেন। নাহলে দলে ঢুকেই বাদ পড়তে হবে। পাকিস্তানের জাতীয় দলে এমনটাই নাকি চলে আসছে। বিস্ফোরক অভিযোগ পাকিস্তানের বাঁ-হাতি পেসার জুনাইদ খানের।

CricketPakistan.com-কে জুনাইদ বলেন, ‘বিষয়টা এরকম যে যদি ক্যাপ্টেন ও টিম ম্যানেজমেন্টের সঙ্গে বোঝাপড়া থাকে, তবে সব ফর্ম্যাটে নিজেকে প্রমাণ করার যথেষ্ট সুযোগ পাওয়া যাবে। যদি ওদের সঙ্গে মাখোমাখো সম্পর্ক না থাকে, তবে আপনাকে দলে ঢুকতে হবে আর বেরোতে হবে।’

পাকিস্তানি তারকা নিজের অভিজ্ঞতা নিয়ে আরো বলেন, ‘আমি তিন ফর্ম্যাটেই জাতীয় দলের হয়ে নিয়মিত মাঠে নামতাম। বিশ্রাম চাইলেও পেতাম না। তারপর একটা সময় আসে, যখন আমি গুডবুক থেকে ব্যাডবুকে চলে যাই। ওই থেকে উপেক্ষা শুরু হয়ে যায়। আমি পারফর্ম করতাম। তা সত্ত্বেও পর্যাপ্ত সুযোগ দেয়া হয়নি।’

জুনাইদ আশঙ্কা করছেন যে তরুণ পেসার শাহিন আফ্রিদিও হয়ত এমন আশঙ্কাতেই বিশ্রাম নিতে চায় না। পাক তারকার দাবি, পাকিস্তানের জাতীয় দলে ক্রিকেটাররা ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তায় ভোগেন।

শাহিন সম্পর্কে জুনাইদ বলেন, ‘শাহিনের বিশ্রাম দরকার। ম্যানেজমেন্টের দেখা উচিত যে, ও যেন নেটে দীর্ঘসময় বল না করে। শাহিন সম্ভব নিজে থেকে বিশ্রাম চাইবে না। কেননা ওর হয়ত ভয় রয়েছে যে তরুণ কেউ এসে ওর জায়গায় পারফর্ম করে দেবে এবং ওকে কোনো একটা ফর্ম্যাট থেকে বসিয়ে দেয়া হবে।’

সূত্র : হিন্দুস্তান টাইমস


আরো সংবাদ



premium cement