২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

জয়ের ধারায় ফিরবে দল, বিশ্বাস সৌম্যের

জয়ের ধারায় ফিরবে দল, বিশ্বাস সৌম্যের - ছবি : সংগৃহীত

নিউজিল্যান্ডের সফরটা ছিল হারের বৃত্তে ঘুরপাক খাওয়া। লঙ্কা সফরে একট টেস্ট ড্রয়ের স্বস্তি। তারপরও ক্রিকেটের তিন সংস্করণ মিলিয়ে টানা ১০ ম্যাচে বাংলাদেশ পায়নি কোনো জয়ের দেখা। এবার ঘরের মাঠে সেই বৃত্ত ভাঙার সুযোগ পাচ্ছে বাংলাদেশ। মিরপুরে সপ্তাহ দুয়েক পরই শুরু হবে শ্রীলঙ্কার সাথে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।

পছন্দের সংস্করণে বাংলাদেশ ফিরবে জয়ের ধারায়, এমন বিশ্বাস দলের তারকা ক্রিকেটার সৌম্য সরকারের।

ওয়ানডে সিরিজের প্রস্তুতি শুরু হয়ে গেছে বাংলাদেশের। ঘাম ছড়াচ্ছেন সৌম্য সরকারও। বুধবার অনুশীলনের পর বিসিবির ভিডিও বার্তায় বাঁহাতি ব্যাটসম্যান সামনের সিরিজ নিয়ে শোনান আশার কথা।

তিনি বলেন, ‘বাংলাদেশের জন্য যেকোনো ম্যাচই গুরুত্বপূর্ণ। যেগুলো নিউজিল্যান্ডে হয়ে গেছে, ওগুলো নিয়ে চিন্তা করে কোনো লাভ নেই। সামনের দিকে চিন্তা করাটাই ভালো। শ্রীলঙ্কার সাথে আমাদের যে ওয়ানডে সিরিজটা আছে, আগেরগুলো ভুলে সবাই নতুন করে ভালো পারফর্ম করবে। ঘরের সিরিজ আমাদের ঘরেই থেকে যাবে। আমরা আশাবাদী, সব খেলোয়াড় দেশের মাটিতে ভালো খেলবে।’

মাত্রই শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ খেলে এসেছে বাংলাদেশ। সৌম্যর বিশ্বাস, সেই সিরিজের যারা ওয়ানডেতে খেলবেন, তারা একটু বাড়তি সুবিধা পাবেন। তার মতে, ‘যারা শ্রীলঙ্কায় টেস্ট ম্যাচ খেলেছে, অনেকটা সময় ব্যাটিং করেছে বা বোলিং করেছে, এখানে যদি সেভাবেই লাইন-লেংথ ঠিক রেখে বোলিং করে বা শতভাগ দিয়ে ব্যাটিং করতে পারে, সিরিজটা খুব ভালো হবে।’

নিউজিল্যান্ডে সাকিবকে পায়নি বাংলাদেশ। শ্রীলঙ্কা সাকিবের সাথে ছিলেন না মোস্তাফিজও। এবার দু’জনই থাকছেন ওয়ানডে সিরিজে। তাদের পেয়েও বাড়তি আশার রসদ পাচ্ছেন সৌম্য, ‘সাকিব ভাই খেললে সব সময় দুইটা দিকই পাওয়া যায়। এটা অবশ্যই দলের জন্য অনেক বড় একটা ব্যাপার। আর মোস্তাফিজকে আমরা দেখছিলাম, আইপিএলে অনেক ভালো বল করছে। অবশ্যই দলের জন্য এটা খুব ভালো হবে যে, তারা দু’জন একই সাথে ফিরছে। আশা করব যে, তারা দু’জন অনেক ভালোভাবেই সিরিজটা শেষ করবে।’


আরো সংবাদ



premium cement
গ্যাটকো মামলা : খালেদা জিয়ার বিরুদ্ধে শুনানি ২৫ জুন বুড়িচংয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ১ গলাচিপায় স্ত্রীর স্বীকৃতির দাবিতে ৩টি সংগঠনের নেতৃত্বে মানববন্ধন থাইল্যান্ডে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লাল গালিচা সংবর্ধনা ছেলে হারা মা সাথিয়ার কান্না যেন থামছেই না বৃষ্টির জন্য নারায়ণগঞ্জে ইস্তিস্কার নামাজ আদায় প্রবাসী স্ত্রী থেকে প্রতারণার মাধ্যেমে দেড় লাখ টাকা চাঁদা আদায়, ছাত্রলীগ নেতাকে শোকজ কক্সবাজারে রোহিঙ্গা ভোটারের তালিকা চান হাইকোর্ট আশ্রয় নিলেন মিয়ানমারের আরো ৪৬ বিজিপি সদস্য উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে যুবককে কুপিয়ে হত্যা কক্সবাজারে ট্রেন লাইনচ্যুত, যোগাযোগ বন্ধ

সকল