২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

মুমিনুলরা এখন ঢাকায়

দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। - ছবি : নয়া দিগন্ত

শ্রীলঙ্কায় দুই টেস্ট ম্যাচের সিরিজ খেলে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। মঙ্গলবার বিকেলে ঢাকায় পৌঁছেছেন মুমিনুলরা।

বাংলাদেশ দলের স্পিন কোচ সোহেল ইসলাম জানান, বিকাল ৩টায় একটি চার্টার্ড ফ্লাইটে করে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন ক্রিকেটাররা।

গত ১২ এপ্রিল শ্রীলঙ্কা সফরে যায় বাংলাদেশ। সেবারও একটি চার্টার্ড ফ্লাইটে করে ঢাকা থেকে কলম্বোয় গিয়ে পৌঁছায় টাইগাররা। তিন দিনের কোয়ারেন্টাইন শেষে অনুশীলনের সুযোগ পায় বাংলাদেশ দল। এরপর ২১ তারিখ থেকে শুরু হয় টেস্ট সিরিজ।

ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়ামে প্রথম টেস্ট ড্র হয় রান উৎসবে। তবে দ্বিতীয় টেস্টে শ্রীলঙ্কা রাজত্ব করতে পারলেও বাংলাদেশ পারেনি। যে কারণে শেষ পর্যন্ত বাংলাদেশ হেরে যায় ২০৯ রানের বড় ব্যবধানে।

বিশেষ বিমানে করে (চার্টার্ড ফ্লাইট) দেশে ফিরে এলেও বাংলাদেশ দলের ক্রিকেটার এবং অন্য সদস্যরা নিজ নিজ বাসায় যেতে পারছেন না। করোনার কারণে সরকারি নিয়মে প্রত্যেককে তিন দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইন করতে হবে। সেই কোয়ারেন্টাইন হচ্ছে বিসিবি নির্ধারিত হোটেলে।


আরো সংবাদ



premium cement