১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫
`

উইজডেনের টেস্ট চ্যাম্পিয়নশিপ দলে জায়গা হলো না কোহলি-বাবরের

কোহলি-বাবর - ছবি : সংগৃহীত

উদ্বোধনী আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের বাকি আর মাত্র একটি ম্যাচ। ভারত বনাম নিউজিল্যান্ড ফাইনালেই নির্ধারিত হয়ে যাবে টেস্টের বিশ্বচ্যাম্পিয়ন হবে কারা।

ফাইনালের আগে উইজডেন ব্যক্তিগত পারফর্ম্যান্সের নিরিখে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের সেরা দল বেছে নেয়। ১১ জনের দলে নাম নেই ভারতের অধিনায়ক বিরাট কোহলির। একা ভারত অধিনায়কই নন, দলে জায়গা হয়নি ইংল্যান্ড দলনায়ক জো রুট ও পাকিস্তানের ক্যাপ্টেন বাবর আজমেরও।

দলের নতৃত্ব তুলে দেয়া হয়েছে নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসনের হাতে। তবে ফাইনালিস্ট ভারতের তিনজন ক্রিকেটার রয়েছেন ১১ জনের দলে। তিনজনের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য নাম হলো ঋষভ পন্ত, যার হাতে উইকেটকিপিংয়ের দায়িত্ব তুলে দেয়া হয়েছে। বাকি দুই ভারতীয় হলেন ওপেনার রোহিত শর্মা ও স্পিনার রবিচন্দ্রন অশ্বিন।

ক্যাপ্টেন উইলিয়ামসন ছাড়াও অপর ফাইনালিস্ট নিউজিল্যান্ড থেকে এই দলে সুযোগ পেয়েছেন অল-রাউন্ডার কাইল জেমিসন।

উইজডেনের বিচারে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের সেরা দল-

১. রোহিত শর্মা (১১ ম্যাচে ১০৩০ রান, ৪টি সেঞ্চুরি, ২টি হাফ-সেঞ্চুরি)

২. দিমুথ করুণারত্নে (১০ ম্যাচে ৯৯৯ রান, ৪টি সেঞ্চুরি, ৪টি হাফ-সেঞ্চুরি)

৩. মার্নাস ল্যাবুশান (১৩ ম্যাচে ১৬৭৫ রান, ৫টি সেঞ্চুরি, ৯টি হাফ-সেঞ্চুরি)

৪. স্টিভ স্মিথ (১৩ ম্যাচে ১৩৪১ রান, ৪টি সেঞ্চুরি, ৭টি হাফ-সেঞ্চুরি)

৫. কেন উইলিয়ামসন (ক্যাপ্টেন) (৯ ম্যাচে ৮১৭ রান, ৩টি সেঞ্চুরি, ১টি হাফ-সেঞ্চুরি)

৬. বেন স্টোকস (১৭ ম্যাচে ১৩৩৪ রান, ৪টি সেঞ্চুরি, ৩৪টি উইকেট)

৭. ঋষভ পন্ত (উইকেটকিপার) (১১ ম্যাচে ৬৬২ রান, ১টি সেঞ্চুরি, ৩৫টি ক্যাচ, ৫টি স্টাম্প)

৮. কাইল জেমিসন (৬ ম্যাচে ৩৬টি উইকেট)

৯. রবিচন্দ্রন অশ্বিন (১৩ ম্যাচে ৬৭টি উইকেট)

১০. প্যাট কামিন্স (১৪ ম্যাচে ৭০টি উইকেট)

১১. স্টুয়ার্ট ব্রড (১৭ ম্যাচে ৬৯টি উইকেট)

দুর্ভাগ্যজনকভাবে যারা দলে সুযোগ পাননি : টিম সাউদি (১০ ম্যাচে ৫১টি উইকেট), জোস হ্যাজেলউড (১১ ম্যাচে ৪০টি উইকেট), জো রুট (২০ ম্যাচে ১৬৭৫ রান), বাবর আজম (৯১০ ম্যাচে ৯৩২ রান), মোহম্মদ রিজওয়ান (১২ ম্যাচে ৭৪১ রান ও ৩২টি শিকার), রবীন্দ্র জাদেজা (১০ ম্যাচে ৪৬৯ রান ও ২৮টি উইকেট)।

সূত্র : হিন্দুস্তান টাইমস


আরো সংবাদ



premium cement
বিদেশ যাওয়া হলো না আশরাফুলের, বাসচাপায় মামাসহ নিহত ‘সন্ত্রাসীদের ঘরে ঢুকে মারা’ বিষয়ে নরেন্দ্র মোদির মন্তব্য নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া মাতৃভূমি রক্ষা করা আমাদের প্রধান কর্তব্য : সেনাপ্রধান ব্রিটিশ হাই কমিশনারের সাথে বিএনপি নেতাদের বৈঠক ১ হাজার টাকার জন্য পেশাদার ছিনতাইকারীরা খুন করে ভ্যানচালক হারুনকে দেশের মানুষ পরিবর্তন চায় : মতিউর রহমান আকন্দ টানা ১১ জয়ে ডিপিএলের প্রথম পর্ব শেষ করলো আবাহনী দেশে করোনায় আরো একজনের মৃত্যু উপজেলা নির্বাচনে মন্ত্রী-এমপিদের স্বজনের অংশ নিতে মানা সবল-দুর্বল ব্যাংক একীভূত করার কাজ শেষ হতে কত দিন লাগবে? জনগণের শক্তির কাছে আ'লীগকে পরাজয় বরণ করতেই হবে : মির্জা ফখরুল

সকল