২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

তৃতীয় দিন শেষে ৩১২ রানে এগিয়ে বাংলাদেশ

দ্বিতীয় সেশন শেষে ব্যাটিংয়ে ভালো ভিত তৈরি করে স্বাগতিক শ্রীলঙ্কা। - ছবি : সংগৃহীত

পাল্লেকেলে টেস্টের তৃতীয় দিন শেষে স্বাগতিক শ্রীলঙ্কার চেয়ে ৩১২ রানে এগিয়ে আছে সফরকারী বাংলাদেশ। শুক্রবার প্রথম ইনিংসের ব্যাট করতে নেমে ৩ উইকেটে ৩২৯ রানে দিন শেষ করেছে লঙ্কান শিবির। প্রথম ইনিংসে বাংলাদেশ ডিক্লিয়ার করেছিল ৭ উইকেটে ৫৪১ রানে।

লঙ্কানদের ব্যাটিং ইনিংসে বল হাতে শুরুটা বাংলাদেশের দারুণ। তাসকিনতো শুরুর তিন ওভার নেন মেডেন। লাঞ্চের আগের এই ভয়ংকর বোলিং পরে কম দেখা গেছে। ফলে পাল্লেকেলে টেস্টের দ্বিতীয় সেশন শেষে ব্যাটিংয়ে ভালো ভিত তৈরি করে স্বাগতিক শ্রীলঙ্কা। দ্বিতীয় সেশনে লঙ্কানদের সংগ্রহ ১ উইকেটে ১১৪ রান। শেষ সেশনে বাংলাদেশ পায় দুটি উইকেটের দেখা।

৭১তম ওভারে তাইজুলের বলে এলবি হয়েছিলেন করুনারত্নে। আম্পায়ার আউট দেননি। তবে রিভিউ নিয়েছিল বাংলাদেশ। যা গোলমেলে পাকায়। প্রথমে দেখায় রিভিউ অসফল, বল সরাসরি লেগেছিল ব্যাটে। পরে আবার দেখা যায় বল ব্যাটে নয় আগে লেগেছিল লঙ্কান অধিনায়কের বুটের আগায়। সিদ্ধান্ত বাংলাদেশের পক্ষে যায়নি। ট্রাকিংয়ে দেখা যায় বল স্টাম্পে আঘাত হানতো না। এর আগে তাইজুলের বলে আম্পায়ার একবার আউট দিলেও রিভিউ নিয়ে বেচে যায় লঙ্কান শিবির।

বল হাতে তাসকিন প্রথম ৩ ওভারই নেন মেডেন। তার বলে থিরিমান্নেকে এলবিডব্লিউ দিয়েছিলেন আম্পায়ার কুমার ধর্মসেনা। তবে বাঁহাতি ব্যাটসম্যান বেঁচে যান রিভিউ নিয়ে, বল চলে যাচ্ছিল অফ স্টাম্পের কয়েক সেন্টিমিটার বাইরে দিয়ে। তাসকিনের সাথে আবু জায়েদ চৌধুরি, ইবাদত হোসেনদের শুরুটাও খারাপ ছিল না।

লাঞ্চের পর বোলিংয়ের সেই ধার একটু কমে আসে। লঙ্কান দুই ওপেনারকে তেমন বিপদে ফেলতে পারেনি কেউ। ওপেনিং জুটি নির্বিঘ্নে পার করে দিচ্চিল প্রায় দ্বিতীয় সেশন। তবে শেষ অবধি হয়নি। চা বিরতির আগে প্রথম উইকেট হারায় শ্র্রীলঙ্কা। মেহেদী হাসান মিরাজের বলে এলবির শিকার লাহিরু থিরিমান্নে। ১২৫ বলে ৮ চারে ৫৮ রান করে ফেরেন থিরিমান্নে।

দ্বিতীয় সেশনে ব্রেক থ্রু এনে দেন তাসকিন আহমেদ। ফেরান ওয়ান ডাউনে নামা ওশাধা ফার্নান্দোকে। তাসকিনের বলে উেইকেটের পেছনে ক্যাচ দেন তিনি। ৪৩ বলে ৪ চারে ২০ রানা করেন ওশাধা।

দলীয় ১৯০ রানের মাথায় তৃতীয় উইকেটের পতন লঙ্কানদের। এবার দৃশ্যপটে স্পিনার তাইজুল ইসলাম। তিনি সরাসরি বোল্ড করেন অলরাউন্ডার অ্যাঞ্জোলো ম্যাথুসকে। ৩২ বলে ২৫ রান করে ফেরেন সাবেক লঙ্কান অধিনায়ক।

দিন শেষে ২১১ বলে ৮৫ রানে ক্রিজে অপরাজিত আছেন শ্রীলঙ্কা অধিনায়ক দিমুথ করুনারত্নে। তার ইনিংসে ছিল ৮টি চার। ৩০ বলে ২৬ রানে অপরাজিত স্পিনার ধনাঞ্জয়া ডি সিলভা।

এর আগে ৫৪১ রানে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। টাইগারদের স্কোরকার্ড অনেকদিন পর সমৃদ্ধ। দুটি সেঞ্চুরি, তিনটি হাফ সেঞ্চুরি। প্রথম দিনে সেঞ্চুরি করেন নাজুমল হোসেন শান্ত। দ্বিতীয় দিনে মুমিনুল। ফিফটির দেখা পেয়েছেন তামিম, মুশফিক ও লিটন।


আরো সংবাদ



premium cement