১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

২৯ রানে মোস্তাফিজের ২ উইকেট

২৯ রানে মোস্তাফিজের ২ উইকেট - ছবি : সংগৃহীত

শুরুটা ভালো হয়নি। প্রথম ম্যাচে দিয়েছিলেন ৪ ওভারে ৪৫ রান। পাননি উইকেটও। সব মিলিয়ে আইপিএলে শুরুটা মোস্তাফিজের খরুচে বোলার হিসেবে।

দ্বিতীয় ম্যাচে একাদশে থাকবেন কি-না, এমন সংশয় ছিল চরমে। তবে অনুমিতভাবে থাকলেন একাদশে। মোস্তাফিজকে কঠিন মুহূর্তে বল করালেন রাজস্থান অধিনায়ক সঞ্জু স্যামসন। তার প্রতিদান মোস্তাফিজও দিলেন ভালোমতো। বৃহস্পতিবার দিল্লির বিরুদ্ধে রাজস্থানের হয়ে ৪ ওভারে ২৯ রান খরচায় ২টি উইকেট তুলে নিয়েছেন তিনি।

২৯ রান বেশি মনে হলেও মোস্তাফিজের শুরুটা ছিল দাপুটে। ইনিংসের সপ্তম ওভারে প্রথমবারের মতো বল হাতে আসেন তিনি। প্রথম বলে এক রান দেয়া বাংলাদেশ পেসার পরের ৫ বলে কোনো রান খরচা করেননি। দারুণ এক স্লোয়ারে পঞ্চম বলে ফিরিয়ে দেন মার্কাস স্টয়নিসকে।

১ রানে ১ উইকেট নেয়া মোস্তাফিজ দ্বিতীয় ওভারে দেন ৮ রান। তৃতীয় ওভারেও তার খরচা ৮ রান। নিজের শেষ ওভারে আরো একটু খরুচে বোলিং করেন তিনি।

মোস্তাফিজের শেষ ওভার থেকে ১২ রান তোলেন দিল্লীর ব্যাটসম্যানরা। যদিও এই ওভারের শুরুতেই টম কারানকে ফেরান তিনি।

মোস্তাফিজের ছন্দে ফেরার দিনে বল হাতে শাসন করেছেন রাজস্থানের জয়দেব উনাদকাত। বাঁহাতি এই পেসার ৪ ওভারে মাত্র ১৫ রানে ৪টি উইকেট নেন। দলের বাকিরাও এদিন নিয়ন্ত্রিত বোলিং করেন। তাতে দিল্লীর ইনিংস থামে ৮ উইকেটে ১৪৭ রানে। দিল্লীর অধিনায়ক ঋষভ পন্ত সর্বোচ্চ ৫১ রানের ইনিংস খেলেন। এ ছাড়া ললিত যাদব ২০, টম কারান ২১ ও ক্রিস ওকস ১৫ রান করেন।


আরো সংবাদ



premium cement
ফরিদপুরের গণপিটুনিতে নিহত ২ নির্মাণশ্রমিক জাতিসঙ্ঘে ফিলিস্তিনি সদস্যপদ লাভের প্রস্তাবে যুক্তরাষ্ট্রের ভেটো তীব্র তাপপ্রবাহে বাড়ছে ডায়রিয়া হিটস্ট্রোক মাছ-ডাল-ভাতের অভাব নেই, মানুষের চাহিদা এখন মাংস : প্রধানমন্ত্রী মৌসুমের শুরুতেই আলু নিয়ে হুলস্থূল মধ্যস্বত্বভোগীদের কারণে মূল্যস্ফীতি পুরোপুরি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না এত শক্তি প্রয়োগের বিষয়টি বুঝতে পারেনি ইসরাইল রাখাইনে তুমুল যুদ্ধ : মর্টার শেলে প্রকম্পিত সীমান্ত বিএনপির কৌশল বুঝতে চায় ব্রিটেন ভারতের ১৮তম লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট আজ নিষেধাজ্ঞার কারণে মিয়ানমারের সাথে সম্পৃক্ততায় ঝুঁকি রয়েছে : সেনাপ্রধান

সকল