১৯ মার্চ ২০২৪, ০৫ চৈত্র ১৪২৯, ০৮ রমজান ১৪৪৫
`

বেঙ্গালুরুর টানা দ্বিতীয় জয়

বেঙ্গালুরুর টানা দ্বিতীয় জয় - ছবি : সংগৃহীত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে টানা দ্বিতীয় জয় পেয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। বুধবার সানরাইজার্স হায়দরাবাদকে রোমাঞ্চকর লড়াইয়ে ৬ রানে হারিয়েছে বিরাট কোহলি শিবির।

চেন্নাইয়ের চিদম্বরাম স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৪৯ রান করে বেঙ্গালুরু। দলের হয়ে সর্বোচ্চ ৪১ বলে ৫৯ রান করেন গ্লেন ম্যাক্সওয়েল (পাচটি চার ও তিনটি ছক্কা)। ২৯ বলে চারটি চারে ৩৩ রান করেন অধিনায়ক বিরাট কোহলি।

ডি ভিলিয়ার্স জ্বলে উঠতে পারেননি। ৫ বলে এক রান করে তিনি বিদায় নেন রশিদ খানের বলে।

শাহবাজ ১৪, পাডিকাল ১১ রান করেন। বল হাতে হায়দরাবাদের হয়ে ৪ ওভারে ১৮ রানে দুই উইকেট নেন আফগান স্পিনার রশিদ খান। তিন উইকেট নেন জেসন হোল্ডার।

জবাবে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ১৪৩ রানে থামে হায়দরাবাদের ইনিংস। দলের হয়ে সর্বোচ্চ ৩৭ বলে ৫৪ রান করেন অধিনায়ক ডেভিড ওয়ার্নার (সাত চার ও একটি ছক্কা)। মনিষ পান্ডে করেন ৩৮ রান ৩৯ বলে। জনি বেয়ারস্টো করেন ১৩ বলে ১২ রান।

মিডল অর্ডারে আব্দুল সামাদ (০), জেসন হোল্ডার (৪) ও বিজয় শঙ্কর (৩) ব্যর্থ হওয়ায় ম্যাচ চলে যায় বেঙ্গালুরুর হাতে। ৯ বলে এক চার ও এক ছক্কায় রশিদ খান ১৭ রান করলেও হারতে হয় হায়দরাবাদকে।

বল হাতে বেঙ্গালুরুর হয়ে দুই ওভারে ৭ রানে তিন উইকেট নেন শাহবাজ আহমেদ। হার্শাল প্যাটেল ও মোহাম্মদ সিরাজ নেন দুটি করে উইকেট। জেমিসন পান একটি উইকেট।


আরো সংবাদ



premium cement
ভোলায় হঠাৎ অসুস্থ ২৯ শিক্ষার্থী হাসপাতালে ভর্তি করোনায় ১ জনের মৃত্যু, আক্রান্ত ৩১ ‘অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো প্রত্যেকের ঈমানী দায়িত্ব’ নারায়ণগঞ্জের বাজারগুলোতে হঠাৎ পেঁয়াজের দাম অর্ধেকে নামল ‘নবীর শিক্ষা জালিম সরকারের বিরুদ্ধে সত্য কথা বলাই সর্বোত্তম জিহাদ’ আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ স্থগিত অস্ট্রেলিয়ার মিয়ানমারের মর্টারের গোলার শব্দে কেঁপে ওঠল বাংলাদেশ সীমান্ত সেহেরির মাইকিং করায় ৫ যুবক পুলিশি হেনস্তার শিকার ডেঙ্গু মোকাবেলায় সারাদেশে সব হাসপাতাল প্রস্তুত রাখার নির্দেশ চৌগাছায় এক দিনেই ২ নারীর আত্মহত্যা, ব্যর্থ ৪ আল শিফা হাসপাতাল এলাকায় তাণ্ডব চালাচ্ছে দখলদার বাহিনী

সকল