২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫
`

সাকিবদের সামনে এবার মুম্বাই

সাকিবদের সামনে এবার মুম্বাই - ছবি : সংগৃহীত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ মাঠে নামছে সাকিবের কলকাতা নাইট রাইডার্স। প্রতিপক্ষ মুম্বাই ইন্ডিয়ান্স। জয় দিয়ে মিশন শুরু করা কলকাতার চোখে শুধুই জয়। তবে বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স ঢের ভয়ংকর। শুরুটা তাদের হার দিয়ে হলেও কক্ষপথে ফিরতে মোটেও সময় লাগবে না রোহিতদের। কলকাতা-মুম্বাইর জমাটি লড়াই শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।

কলকাতার খেলা। সেখানে আছেন সাকিব। স্বভাবতই বাংলাদেশের দর্শকদের আগ্রহের মাত্রাটা বেশি। যদিও প্রথম ম্যাচে সাকিব ব্যাট কিংবা বলে নিজের নামের সুবিচার করতে পারেননি। ৫ বলে ব্যাট হাতে করেছিলেন মাত্র তিন রান। তবে বল হাতে শুরুটা নয়নকাড়া। প্রথম বলেই বোল্ড করেন প্রতিপক্ষের ওপেনার ঋদ্ধিমান শাহাকে। উইকেট সেই একটিই। ৪ ওভারে বিনিময়ে রান দেন ৩৪।

সাকিব নিষ্প্রভ হলেও কলকাতা জেতে ১০ রানে। কলকাতার জন্য আজকের ম্যাচটি সহজ হচ্ছে না মোটেও। সানরাইজার্স থেকে ভয়ঙ্কর বোলিং আক্রমণ মুম্বাইয়ের। জসপ্রিত বুমরাহ-ট্রেন্ট বোল্টের গতি এবং আক্রমণের সামনে বেশ কঠিনই হবে কলকাতার ব্যাটসম্যানদের লড়াই।

তবে দুই দলের ম্যাচটিতে সবচেয়ে আকর্ষণীয় দিক হচ্ছে তরুণ প্রজন্মের লড়াই। নাইটদের ব্যাটিংয়ে নিতিশ-রাহুলের সাথে বোলিংয়ে প্রসিদ্ধ কৃষ্ণ, বরুণ চক্রবর্তী আছেন। মুম্বাইয়ের তেমনই রয়েছেন সূর্যকুমার যাদব, ঈশান কিশান, ক্রুণাল পান্ডিয়ারা। এর মাঝে সাকিব আল হাসান ব্যাট-বলে জ্বলে উঠুক পূর্ণদোমে, তা মনে প্রাণে চাইছে ভক্ত সমর্থকরা।

কলকাতা নাইট রাইডার্স: শুভমান গিল, নিতীশ রানা, রাহুল ত্রিপাঠি, ইয়ন মরগ্যান (ক্যাপ্টেন), দীনেশ কার্তিক (কীপার), সাকিব আল হাসান, আন্দ্রে রাসেল, প্যাট কামিন্স, প্রসিদ্ধ কৃষ্ণ, হরভজন সিং, বরুণ চক্রবর্তী।


আরো সংবাদ



premium cement
জাতীয় দলে যোগ দিয়েছেন সাকিব, বললেন কোনো চাওয়া-পাওয়া নেই কারওয়ান বাজার থেকে সরিয়ে নেয়া হচ্ছে ডিএনসিসির আঞ্চলিক কার্যালয় এলডিসি থেকে উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পেতে কার্যকর পদক্ষেপ নিন : প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি আহসান উল্লাহ ‘ট্রি অব পিস’ পুরস্কার বিষয়ে ইউনূস সেন্টারের বিবৃতি আনোয়ারায় বর্তমান স্বামীর হাতে সাবেক স্বামী খুন, গ্রেফতার ৩ ফতুল্লা প্রেস ক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত বদরের শিক্ষায় ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হতে হবে : সেলিম উদ্দিন ইসলামের বিজয়ই বদরের মূল চেতনা : ছাত্রশিবির পরিবেশ দূষণে বাংলাদেশে বছরে ২ লাখ ৭২ হাজার মানুষের মৃত্যু : বিশ্বব্যাংক নোয়াখালীতে ল’ইয়ার্স কাউন্সিলের ইফতার মাহফিল অনুষ্ঠিত

সকল