২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

পাকিস্তানকে সহজে হারিয়ে সিরিজে সমতা আনল দক্ষিণ আফ্রিকা

ব্যাট করছেন হেনরিক ক্লাসেন। - ছবি : সংগৃহীত

প্রথম ম্যাচে হারলেও দ্বিতীয় ম্যাচে প্রবল দাপটে ঘুরে দাঁড়ালো দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে সোমবার পাকিস্তানকে ৬ উইকেটে হারিয়েছে প্রোটিয়া শিবির। তিন ম্যাচ সিরিজে এখন সমতা ১-১ ব্যবধানে।

জোহানেসবার্গে টস জিতে ব্যাট করতে নেমে পাকিস্তান করে ৯ উইকেটে ১৪০ রান। জবাবে ৬ ওভার হাতে রেখে ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় দক্ষিণ আফ্রিকা।

জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ ৫৪ রান করেন ওপেনার এইডেন মারক্রাম। ৩০ বলের ইনিংসে তিনি হাঁকিয়েছেন সাতটি চার ও তিনটি ছক্কা। ২১ বলে ৩৬ রানে অপরাজিত থাকেন অধিনায়ক হেনরিক ক্লাসেন। তিনি হাঁকান চারটি চার ও একটি ছক্কা। ১০ বলে দুই ছক্কায় ২০ রানে অপরাজিত থাকেন জর্জ লিন্ডে। পাকিস্তানের হয়ে দুটি উইকেট নেন উসমান কাদির।

এর আগে ব্যাট করতে নেমে পাকিস্তানের হয়ে ফিফটি উপহার দেন অধিনায়ক বাবর আজম। ৫০ বলে পাচ চারে ৫০ রান করেন তিনি। হাফিজ করেন ৩২। হায়দার আলী ও হাসান আলী করেন সমান ১২ রান। বাকিদের মধ্যে কেউ স্পর্শ করতে পারেননি দুই অঙ্কের রান।

বল হাতে দক্ষিণ আফ্রিকার হয়ে তিন উইকেট নেন লিন্ডে। তিনিই জেতেন ম্যাচ সেরার পুরস্কার। উইলিয়ামসও নেন তিন উইকেট।

আগামী ১৪ এপ্রিল সেঞ্চুরিয়নে অনুষ্ঠিত হবে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি। যে ম্যাচটি এখন রূপ নিল অলিখিত ফাইনালে।


আরো সংবাদ



premium cement