১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫
`

ভারতে বিশ্বকাপ আয়োজন নিয়ে সংশয়ে আইসিসি

অক্টোবর-নভেম্বরে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ রয়েছে। - ছবি : সংগৃহীত

ভারতে করোনা সংক্রমণের হার ক্রমশই বাড়ছে। আইপিএলেও থাবা বসিয়েছে মহামারী এই ভাইরাস। ইতোমধ্যে বিভিন্ন দলের বেশ কয়েকজন ক্রিকেটার, গ্রাউন্ড স্টাফ করোনায় আক্রান্ত হয়েছেন। তাও আবার জৈব সুরক্ষা বলয়ের মধ্যেই। স্বাভাবিকভাবেই টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে।

শোনা যাচ্ছিল, আইপিএল শেষ দিকে স্টেডিয়ামে দর্শক ফেরানো যায় কি না, সেটা নিয়ে একটা প্রাথমিক চিন্তা-ভাবনা শুরু করেছিল ভারতের ক্রিকেট নিয়ন্ত্রণকারী সংস্থা- বিসিসিআই। কিন্তু এই পরিস্থিতিত কোনোভাবেই যে সেটা সম্ভব নয়, তা বলে দেয়া যায়।

অক্টোবর-নভেম্বরে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ রয়েছে। প্রশ্ন উঠছে, আদৌ ওই টুর্নামেন্ট করা যাবে তো? আইসিসিও প্ল্যান-বি তৈরি রাখছে। তবে এখনই ভারত থেকে বিশ্বকাপ সরানোর কোনো চিন্তা-ভাবনা যে করা হচ্ছে, সেটা তাদের পক্ষ থেকে জানিয়ে দেয়া হলো।

আইসিসি’র অন্তবর্তীকালীন সিইও জানিয়েছেন, ‘আগে আমাদের যেরকম পরিকল্পনা ছিল, এখন পর্যন্ত সেভাবেই আমরা এগোচ্ছি। আমাদের প্ল্যান-বি তৈরি রয়েছে। তবে এখনই ওসব নিয়ে ভাবছি না। আমরা বিসিসিআইয়ের সাথে কথা বলছি। যখন সময় আসবে, তখন আমরা ব্যাক আপ প্ল্যান নিয়ে ভাবব।’

শোনা যাচ্ছে, সংযুক্ত আরব আমিররাতকে ব্যাকআপ ভেনু হিসেবে রাখা হচ্ছে। গত বছর সেখানে আইপিএল হয়েছে। এশিয়া কাপ হয়েছে। আর আইসিসি’র সদর দফতরও দুবাইয়ে। ফলে সেরকম পরিস্থিতি হলে, সেখানে বিশ্বকাপ সম্ভব।

একইসাথে এটাও ভাবা হচ্ছে, ভারত আর অস্ট্রেলিয়ার মধ্যে ভেনু বদল সম্ভব কি না। পরের বছরই অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেক্ষেত্রে এবার অস্ট্রেলিয়ায় বিশ্বকাপ আয়োজন করে পরের বছর ভারতে করা যায় কি না, সেই ভাবনা-চিন্তাও রয়েছে। তবে সবকিছুই নির্ভর করছে ভারতের করোনা পরিস্থিতির উপর।

সূত্র : সংবাদ প্রতিদিন


আরো সংবাদ



premium cement
ভারতের পররাষ্ট্র সচিব বিনয় কোয়াত্রার ঢাকা সফর স্থগিত জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বিসিডিপি গঠন করা হবে : পরিবেশমন্ত্রী অননুমোদিত জমি ভরাট কার্যক্রমের সন্ধান পেলে দ্রুত ব্যবস্থার নির্দেশ ভূমিমন্ত্রীর ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে এক ব্যক্তিকে গলা কেটে হত্যা ইসরাইলকে পারমাণবিক স্থাপনায় আঘাতের ব্যাপারে সতর্ক করলো আইআরজিসি সাংবাদিকতার পথিকৃৎ কাঙ্গাল হরিনাথ মজুমদারের ১২৮তম প্রয়াণ দিবসে স্মরণ সভা শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকদের শূন্য পদ দ্রুত পূরণের নির্দেশ ট্রেনের ইঞ্জিনের সামনে ঝুলন্ত নারীর লাশ উদ্ধার মধুর প্রতিশোধে সিটিকে বিদায় করে সেমিফাইনালে রিয়াল মাদ্রিদ রাজশাহীতে ভুয়া তিন সেনা সদস্য গ্রেফতার ডেঙ্গুতে আরো একজনের মৃত্যু, আক্রান্ত ২৩

সকল