১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

প্রস্তুতি ম্যাচে দুরন্ত বোলিং সাকিবের

-

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) কলকাতা নাইট রাইডার্স তথা কেকেআরের তৃতীয় প্রস্তুতি ম্যাচে বেন কাটিংয়ের নেতৃত্বাধীন টিম পার্পলকে কার্যত একতরফাভাবে পরাজিত করেছে নীতিশ রানার টিম গোল্ড।

প্রথমে ব্যাট করে টিম পার্পল ১০ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ৭৫ রান তোলে। শেষমেশ তারা ১১২ রানে অল-আউট হয়ে যায়। সাকিব আল হাসান দুরন্ত বোলিং করেন। তিনি মাত্র ৮ রানের বিনিময়ে ২টি উইকেট দখল করেন।

জবাবে ব্যাট করতে নেমে টিম গোল্ড ১০ ওভারে ২ উইকেটের বিনিময়ে ৭৮ রান তোলে। সুতরাং জয়ের জন্য শেষ ১০ ওভারে তাদের প্রয়োজন ছিল ৩৫ রান। হাতে ছিল ৮ উইকেট। যদিও কোচ ব্রেন্ডন ম্যাকালাম টিম গোল্ডের টার্গেট বদলে দেন।

বাকি ৮ উইকেটে শেষ ১০ ওভারে ৩৫-এর বদলে ১০২ রান টার্গেট দেওয়া হয় নীতিশ রানাদের সামনে। সুতরাং ২০ ওভারে মোট ১৮০ রানের লক্ষ্যমাত্রা ঝুলিয়ে দেয়া হয়। টিম গোল্ড ১৯.৪ ওভারে ১৮৬ রান তুলে ম্যাচ জিতে যায়। মিড-উইকেটের উপর দিয়ে ছক্কা মেরে ম্যাচ জেতান আন্দ্রে রাসেল।

উল্লেখ্য, কেকেআরের প্রথম প্রস্তুতি ম্যাচে জয় তুলে নিয়েছিল বেন কাটিংয়ের টিম পার্পল। দ্বিতীয় ম্যাচে দাপুটে জয় ছিনিয়ে নেয় শুভমন গিলের নেতৃত্বাধীন টিম গোল্ড।

সূত্র : হিন্দুস্তান টাইমস


আরো সংবাদ



premium cement