২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

৪৮ ঘণ্টা পর মুক্ত বাতাসে তাসকিন-সৌম্যরা

৪৮ ঘণ্টা পর মুক্ত বাতাসে তাসকিন-সৌম্যরা - ছবি : সংগৃহীত

তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ। স্বাভাবিকভাবে শেষ হয়ে যাওয়ার কথা ২০ দিনের মধ্যেই। কিন্তু কোয়ারেন্টাইনের ঝামেলার কারণে বাংলাদেশ দলের নিউজিল্যান্ড সফর হয়ে যাচ্ছে প্রায় দেড় মাসের।

গত বুধবার নিউজিল্যান্ডে পৌঁছেছে বাংলাদেশ দল। ক্রাইস্টচার্চে পৌঁছেই রুমবন্দী ছিলেন টাইগাররা। তাও টানা দুই দিন। অবশেষে ৪৮ ঘণ্টা পর বন্দীদশা থেকে মুক্ত পেয়েছেন তাসকিন-সৌম্যরা। সেটাও মাত্র ৩০-৪০ মিনিটের মতো। অল্প সময়ের জন্য হলেও মুক্ত বাতাস ভালোই উপভোগ করেছেন তারা।

ক্রাইস্টচার্চে টাইগারদের বর্তমান ঠিকানা ‘শ্যাডো বাই পার্ক হোটেল’। প্রথম দুই দিন যে যার রুমেই আবদ্ধ ছিলেন। শুক্রবার হাঁটার জন্য আধা ঘণ্টার মতো সময় দেয়া হয় তামিমদের। পুরোপুরি মুক্তভাবে চলাফেরা করতে অপেক্ষা করতে হবে পাক্কা ১৪ দিন।

দুই দিন ঘরবন্দী থাকার পর বাইরে বের হওয়ার পর অনুভূতি ভিডিওবার্তায় প্রকাশ করেছেন পেসার তাসকিন আহমেদ। সে ভিডিও আবার পরে সংবাদ মাধ্যমে সরবরাহ করেছে বিসিবি।

ভিডিও বার্তায় তাসকিন বলেন, ‘এরকম আইসোলেশন একটা আলাদা অভিজ্ঞতা। আগে কখনো এভাবে সময় কাটানো হয়নি। প্রায় ৪৮ ঘণ্টা পর আমরা ৩০-৪০ মিনিটের জন্য হাঁটার সুযোগ পেয়েছি। সবার মাঝে ২ মিটার দূরত্ব বজায় রাখতে হয়েছে।’

তিনি আরো করেন, ‘ভালো লাগছে যে, টানা দুই দিন একদম বন্দী রুমে থাকার পর বাইরে হাঁটার সুযোগ পেলাম। প্রথম করোনা পরীক্ষায় সবার নেগেটিভ আসার পর আমাদের হাঁটতে দিয়েছে। আরো কিছু টেস্ট বাকি আছে। এরপর আল্লাহ চাইলে আমরা অনুশীলন শুরু করতে পারব। সবমিলিয়ে আলাদা অনুভূতি। চাইব যত দ্রুত অভিজ্ঞতাটা শেষ হোক, ততোই ভালো।’

ঘরের মধ্যে সময় কীভবে কেটেছে? এ প্রসঙ্গে তাসকিন বলেন, ‘পরিবারের সাথে (ফোনে) কথা বলে, সিনেমা দেখে। বিসিবি থেকে আমাদের কিছু শরীরচর্চারও ব্যবস্থা করে দিয়েছে। কিছু কর্মসূচি দেয়া হয়েছে, যে ঘরে যেসব শরীরচর্চা করা সম্ভব সেগুলো করার জন্য। তো সবমিলিয়ে এভাবেই সময়টা কেটে যাচ্ছে। কিছু শরীর চর্চা, সিনেমা, পরিবারকে সময় এভাবেই যাচ্ছে।’


আরো সংবাদ



premium cement