২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

যেতে চাইলে যাও- মোস্তাফিজকে বিসিবি সভাপতি

যেতে চাইলে যাও- মোস্তাফিজকে বিসিবি সভাপতি - ফাইল ছবি

শ্রীলঙ্কা সফরে বাংলাদেশের হয়ে টেস্ট খেলবেন না সাকিব। কলকাতার হয়ে তিনি তখন খেলবেন আইপিএল। একই সময়ে মোস্তাফিজেরও থাকার কথা আইপিএলে। তার দল রাজস্থান রয়্যালস। সাকিব ছুটি পেয়েছেন। তা নিয়ে অনেক কথাও হয়েছে। মোস্তাফিজের বেলায় বিসিবি কী করবে?

সোমবার বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, ‘সে যেতে চাইলে যাবে। কোনো সমস্যা নাই। কারো উপর জোর করার চর্চায় যাচ্ছে না বিসিবি।’

পাপন বলেন, ‘মোস্তাফিজের ব্যাপারেও আমরা জোর করবো না। দেশের হয়ে কেউ খেলতে না চাইলে তাকে তো জোর করার কিছু নেই। তাছাড়া জোর করে খেলিয়ে তো লাভ নেই। কেউ চাইলে খেলবে, কেউ চাইলে খেলবে না। মোস্তাফিজ যদি খেলতে যেতে (আইপিএল) চায়, তাহলে আমাদের কোন বাধা থাকবে না।’

মোস্তাফিজ এরই মধ্যে দেখা করেছেন পাপনের সাথে। দুজনের মধ্যে কী কথা হয়েছে, তাও গণমাধ্যমে জানালেন পাপন, ‘মোস্তাফিজ আমার সাথে দেখা করতে আজকে এসেছিল। আমাকে বলেছে, সে আইপিএলে যাবে কিনা জানতে চায়। আমি বলেছি দেখো, এখানে আমার কিছু বলার নাই। তুমি যদি খেলতে চাও, ওখানে যেতে চাও, আমাদেরকে একটা চিঠি দিয়ে দাও, আমরা তোমাকে আটকাবো না। বার্তাটা সবার জন্য একদম পরিষ্কার। একা সাকিবের জন্য কোনো সিদ্ধান্ত নিচ্ছি না। এটা সবার জন্যই সমান।’


আরো সংবাদ



premium cement