২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

বিসিবির নির্বাচক প্যানেলে আব্দুর রাজ্জাক

বিসিবির নির্বাচক প্যানেলে আব্দুর রাজ্জাক - ছবি : সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচক প্যানেলে মিনহাজুল আবেদীন নান্নু ও হাবিবুল বাশার সুমনের সাথে তৃতীয় নির্বাচক হিসেবে যুক্ত হয়েছেন জাতীয় দলের সাবেক স্পিনার আব্দুর রাজ্জাক।

বুধবার বিসিবির সাধারণ সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। সভা শেষে এক সংবাদ বিবৃতিতে খবরটি নিশ্চিত করেছে বিসিবি।

প্রায় ১০ মাস ধরেই নতুন নির্বাচকের ভূমিকায় আব্দুর রাজ্জাক ও শাহরিয়ার নাফিসের নাম আলোচনায় ছিল। কারণ জাতীয় দলের ক্রমাগত ব্যস্ততায় দুই নির্বাচককে ঝামেলা পোহাতে হচ্ছিল। অবশেষে নিজেদের সঙ্গী পেয়ে গেলেন এই দুই নির্বাচক।

এখন থেকে তামিম-মুশফিকদের তিন ফরম্যাটের ক্রিকেটের দল নির্বাচনে ব্যস্ত থাকতে দেখা যাবে এক সময় বাংলাদেশের দলের বোলিং আক্রমণের বড় অস্ত্র রাজ্জাককে। ঘরোয়া ক্রিকেটে সবচেয়ে বেশি উইকেট শিকারের রেকর্ড আব্দুর রাজ্জাকের দখলে। প্রথম শ্রেণির ক্রিকেটে ৬৩৪টি উইকেট নিয়েছেন তিনি।

জাতীয় দলের জার্সিতে ১৩টি টেস্ট, ১৫৩টি ওয়ানডে ও ৩৪টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন রাজ্জাক। টেস্টে তাঁর শিকার ২৮ উইকেট, ওয়ানেডেতে নিয়েছেন ২০৭ উইকেট ও টি-টোয়েন্টিতে নিয়েছেন ৪৪টি উইকেট। জাতীয় দলের হয়ে সর্বশেষ ২০১৮ সালে শ্রীলঙ্কার বিপক্ষে খেলেছেন এই স্পিনার।


আরো সংবাদ



premium cement