২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

তিন তারকার একই স্কোর, ৬৪

-

কাকতালীয়, তবে মজারই। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তৃতীয় ওয়ানডে ম্যাচে বাংলাদেশের হয়ে চারজন ব্যাটসম্যান পেয়েছেন ফিফটির দেখা। এর মধ্যে তিনজনের স্কোরই সমান, ৬৪। তামিম ও মুশফিক এই স্কোরে আউট হলেও ব্যতিক্রম তৃতীয় পাণ্ডব মাহমুদুল্লাহ রিয়াদ। তিনি থেকেছেন ৬৪ রানে অপরাজিত।

প্রথম ফিফটি আসে অধিনায়ক তামিমের ব্যাট থেকে। শেষ পর্যন্ত তিনি আউট হন ৮০ বলে ৬৪ রান করে। তার মতো অবশ্য স্লো ইনিংস খেলেননি মুশফিক। ৬৪ রানের ইনিংস তিনি সাজান ৫৫ বলে। আর মাহমুদুল্লাহ তো আরো এক কাঠি সরেস। তিনি ৪৩ বলে ৬৪ রানে অপরাজিত।

আফসোস সাকিবের জন্য। আর মাত্র ১৩ রান করতে পারলেই চার পাণ্ডবের রান হতো ৬৪। কিন্তু সাকিব পারেননি। তিনি ফিফটি করেই বিদায় নেন। ইনিংস মেরামতের কাজে ব্যস্ত থাকা সাকিব ৮১ বলে করেন ৫১ রান। নেই কোনো ছক্কা। হাঁকিয়েছেন তিনটি চার।


আরো সংবাদ



premium cement