২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

শেষটা রাঙানোর লক্ষ্যে তামিম বিগ্রেড

শেষটা রাঙানোর লক্ষ্যে তামিম বিগ্রেড - ছবি - সংগৃহীত

টানা দুটি জয় এসেছে খুব সহজেই। তৃতীয় ম্যাচেও জিতবে বাংলাদেশ, এমন ভাবনা অমূলক নয়। টাইগার দলপতি তামিম ইকবালও সেরকমই ভাবছেন। তবে তার ভাবনটা একটু ঘুরিয়ে। তিনি চাচ্ছেন শেষের ১০টি পয়েন্ট জিততে। মানে একই দাঁড়াচ্ছে, শেষ ম্যাচটি জিতলেই সেই ১০ পয়েন্ট যোগ হবে বাংলাদেশের ঝুলিতে। লক্ষ্যটা সে অর্থে দাঁড়াচ্ছে হোয়াইটওয়াশই। ওয়ানডে সিরিজের শেষটা রাঙাতে মুখিয়ে তামিম বিগ্রেড।

বন্দরনগরী চট্টগ্রামে সোমবার ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ। বেলা সাড়ে ১১টায় শুরু হওয়া ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস।

প্রথম ম্যাচে ১২২ রানে অল আউট হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় ম্যাচে ১৪৯ রানে। টানা দুটি ম্যাচ বাংলাদেশ জেতে ৬ ও ৭ উইকেটের ব্যবধানে। তৃতীয় ম্যাচে উইন্ডিজ কোচ সিমন্সের চোখ বড় স্কোরে। অন্তত ২৩০-২৫০ রান করার আহ্বান তিনি জানিয়েছেন ব্যাটসম্যানদের প্রতি।

বাংলাদেশের জন্য ম্যাচটি আনুষ্ঠানিকতার সঙ্গে প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করার উপলক্ষ্য। শেষ ম্যাচে রিজার্ভ বেঞ্চ যাচাই করে নেওয়ার বড় সুযোগ থাকছে দলটির। এমন ম্যাচেও বড় পরীক্ষা নিরীক্ষা করতে চান না অধিনায়ক তামিম ইকবাল।

ক্যারিবিয়ানরা যে কোনো সময় ঘুরে দাঁড়ানোর ক্ষমতা থাকায় কোনো ঝুঁকি নিতে রাজী নন টাইগার অধিনায়ক। তিনি বলেছেন, ‘আমরা সিরিজ জিতে গেছি বটে। তবে আরো ১০টি পয়েন্ট পাওয়ার সুযোগ আছে। ওয়েস্ট ইন্ডিজ প্রথম দুই ম্যাচে ততটা ভালো খেলতে পারেনি। তবে তারা বিপজ্জনক দল ও যে কোনো সময় ঘুরে দাঁড়াতে পারে।'

দলে আসতে পারে হালকা পরিবর্তন। অধিনায়কের মতে, 'আমরা খুব অল্প কিছু পরিবর্তন করতে পারি। তবে যারা আসবে, আমি নিশ্চিত তারাও ম্যাচ জেতাতে পারে, অতীতে যখন সুযোগ পেয়েছে, ভালো করেছে। আমাদের ড্রেসিং রুমে তাড়না প্রচণ্ড, সবাই মাঠে নেমে ভালো করতে চায়।’

শেষ ম্যাচে টাইগারদের আরও উন্নতি করার তাগিদ দিয়েছেন তামিম, 'উন্নতির আরও অনেক জায়গা আছে। পরিপূর্ণ ম্যাচ খুব কম সময়ই খেলতে পারা যায়। আমরা তিন বিভাগেই আরও উন্নতি করতে পারি। বোলিং আরেকটু ভালো করতে পারি, ফিল্ডিং ভালো করতে পারি। ব্যাটিংয়ে অনেকেই ভালো শুরু পেয়েও চালিয়ে যেতে পারছে না ও কাজ শেষ করে ফিরতে পারছে না। এই জায়গাগুলোয় নিশ্চিতভাবেই আমাদের উন্নতি করতে হবে।'

অন্যদিকে হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজেরও। ক্যারিবীয় কোচ সিমন্সের চোখ মূল্যবান ১০ পয়েন্টে। বিশ্বকাপ সুপার লিগ চালু হওয়ার পর ওয়ানডের প্রত্যেক জয়ে থাকে ১০ পয়েন্ট। ওয়েস্ট ইন্ডিজ চলতি সিরিজ থেকে কোনও পয়েন্ট যোগ করতে পারেনি। তাই শেষ ম্যাচ জিতে অন্তত ১০ পয়েন্ট নিয়ে সিরিজ শেষ করতে চায়। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হয়নি, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তারা ভাগ্য বদলাতে পারে কিনা, সেটাই দেখার।

ক্যারিবিয়ান কোচ সিমন্স অবশ্য ইতিবাচক। শেষটা সুন্দর হওয়ার প্রত্যাশায় তিনি, ‘আমরা এখানে (বাংলাদেশে) এসেছিলাম ৩০ পয়েন্টের লক্ষ্যে, কিন্তু এখন সুযোগ আছে ১০ পয়েন্টের। আমাদের সবার মধ্যেই উন্নতির ছাপ আছে। (প্রথম ওয়ানডের) ১২২ থেকে (দ্বিতীয় ওয়ানডেতে) ১৪৮ রান করেছি। তবে আমাদের ২৩০ থেকে ২৫০ রান করতে হবে, যাতে প্রতিদ্বন্দ্বিতা করতে পারি। বোলারদের অবশ্যই লড়াইয়ের সুযোগ দিতে হবে। তবে হ্যাঁ, আমরা ১০ পয়েন্ট অবশ্যই চাই।’

ওয়ানডে সিরিজে অভিষেক হয়েছে সাতজনের। ২০২৩ বিশ্বকাপ লক্ষ্য রেখেই এতজনের আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখা বলে মন্তব্য সিমন্সের, ‘এই পর্যায়ে এসে কেমন করতে পারে, সেটা দেখানোর বড় সুযোগ ছেলেদের সামনে। ২০২৩ বিশ্বকাপে নিজেদের রাখার সুযোগও থাকছে তাদের।’

৩-০তে সিরিজ জিতবে বাংলাদেশ, নাকি উল্টো চমক দেখিয়ে শেষের জয়ে সম্মানটা বাঁচাতে পারবে উইন্ডিজ; তাই দেখার অপেক্ষায় সবাই।


আরো সংবাদ



premium cement