২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

ডাবল সেঞ্চুরির পথে রান আউট রুট

ডাবল সেঞ্চুরির পথে রান আউট রুট - ছবি - সংগৃহীত

টানা দুই টেস্টে ডাবল সেঞ্চুরির পথে ছিলেন জো রুট। কিন্তু ভাগ্য খারাপ। হলো না দ্বিতীয় টেস্টে। ব্যক্তিগত ১৮৬ রানের মাথায় হয়ে গেলেন রান আউট। জো রুটের মন খারাপ হলেও ইংল্যান্ড শিবিরে স্বস্তি। কারণ শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ইনিংসে স্কোরটা বেশ সমৃদ্ধ হয়েছে ইংলিশদের। গলেতে রোববার তৃতীয় দিন শেষে ইংল্যান্ডের সংগ্রহ ৯ উইকেটে ৩৩৯ রান। প্রথম ইনিংসে শ্রীলঙ্কা করেছিল ৩৮১ রান। ইংল্যান্ডের চেয়ে এখনো ৪২ রানে এগিয়ে লঙ্কান শিবির।

শনিবার ম্যাচের দ্বিতীয় দিন শেষে ইংল্যান্ডের সংগ্রহ ছিল ২ উইকেটে ৯৮ রান। রুট ৬৭ ও বেয়ারস্টো ২৪ রানে ছিলেন অপরাজিত। রোববার ম্যাচের তৃতীয় দিনে টেস্ট ক্যারিয়ারের ১৯তম সেঞ্চুরি তুলে নেন রুট। এরপর আগাতে থাকেন ডাবল সেঞ্চুরির দিকে।

এরই মাঝে ২৮ রানে বিদায় নেন বেয়ারস্টো। দ্রুত আউট হন ড্যান লরেন্সও (৩)। জস বাটলারের সাথে দলকে সামনের দিকে এগিয়ে নিতে থাকেন রুট। দলীয় ২২৯ রানে আউট হন বাটলার। ৯৫ বলে ৫৫ রানে মেন্ডিজের বলে সাজঘরে ফেরেন তিনি। ডম বেস ৩২ ও স্যাক কুরান করেন ১৩ রান।

দিনের শেষ বেলায় আউট হন জো রুট। ব্যক্তিগত ১৮৬ রানে ফার্নান্দোর দারুণ থ্রোয়ে হতাশ রুট। ৩০৯ বলের ইনিংসে রুট হাঁকিয়েছেন ১৮টি চার। নেই কোন ছক্কার মার।

বল হাতে শ্রীলঙ্কার হয়ে রীতিমতো চমক দেখিয়েছেন লাসিথ। তিনি একাই তুলে নিয়েছেন ইংল্যান্ডের সাত উইকেট। টস্ট ক্যারিয়ারে লাসিথের এটাই সেরা বোলিং ফিগার। আগেরটি ছিল সর্বোচ্চ ৫ উইকেট, ডারবানে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে।


আরো সংবাদ



premium cement