২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

টাইগাররা এখন চট্টগ্রামে

বাংলাদেশ দল - ফাইল ছবি

তৃতীয় ওয়ানডে খেলতে বাংলাদেশ ক্রিকেট দল এখন চট্টগ্রামে। শনিবার দুপুর পৌনে একটায় চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে অবতরণ করে তামিম-সাকিব-মুশফিকুর রহীমদের বহনকারী বিমান।

শনিবার বেলা ১২টার ফ্লাইটে একসাথে ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশে রওনা হয়ে দুপুর পৌনে ১টায় বন্দর নগরীতে গিয়ে পৌঁছেছে জেসন মোহাম্মদের ওয়েস্ট ইন্ডিজও।

প্রথম দুটি ওয়ানডে ম্যাচে দাপুটে জয়ে সিরিজ নিশ্চিত হয়েছে বাংলাদেশের। আগামী ২৫ জানুয়ারি চট্টগ্রামে অনুষ্ঠিত হবে তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচ। বাংলাদেশের লক্ষ্য হোয়াইটওয়াশ। উইন্ডিজ বাহিনীর চেষ্টা থাকবে শেষ ম্যাচ জিতে কিছুটা সম্মান রক্ষা করা। সেটা তারা কতটা করতে পারবে, তা সময়ই বলে দেবে।

শেষ ম্যাচে বাংলাদেশের স্কোয়াডে আসতে পারে পরিবর্তন। ফিটনেস ভালো থাকলে স্কোয়াডে ফিরতে পারেন অলরাউন্ডার সাইফউদ্দিন। সে ক্ষেত্রে বাদ পড়বেন পেসার রুবেল হোসেন। একজনের অভিষেকও হতে পারে বাংলাদেশের জার্সিতে।


আরো সংবাদ



premium cement