১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

৫ বলে মোস্তাফিজের ওভার; টানা দুই নো বলে আম্পায়ারের গড়বড়

মোস্তাফিজের একটি ওভার ৫ বলে শেষ করে দিয়েছেন আম্পায়ার - ফাইল ছবি

দ্বিতীয় ওয়ানডে ম্যাচে শুক্রবার বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সিরিজ জিতেছে। তবে এই ম্যাচে আলোচিত ঘটনা, মোস্তাফিজের ৫ বলে এক ওভার।

৬ বলে ওভার সবাই জানে। জানে বোলার কিংবা আম্পায়ারও। কিন্তু কেন এই ভুল। প্রযুক্তির উৎকর্ষের যুগে কিভাবে হারিয়ে যায় একটি বল। তা প্রশ্ন সাপেক্ষ। তবে এই ভুলটি আম্পায়ারেরই, তা বলা বাহুল্য। অভিষেক আম্পায়ারিংয়ের ম্যাচে গড়বড় করে ফেলেছেন বাংলাদেশের গাজী সোহেল।

খেলার তখন ৪০ ওভার চলে, বোলার মোস্তাফিজুর রহমান। প্রথম দুটি বল করার পর একটি নো বল করেন বাংলাদেশের বাঁহাতি এই পেসার। ফ্রি-হিট ঘোষণা করেন আম্পায়ার। ফ্রি-হিটের ডেলিভারিটিও নো বল করেন মোস্তাফিজ। এরপর তিনি আরো তিনটি বল করার পর আম্পায়ার ওভার ঘোষণা করেন। কিন্তু সব মিলিয়ে বল হয়েছিল ৫টি। টানা দুই নো’র কারণে আসলে আম্পায়ার বিষয়টি তালগোল পাকিয়ে ফেলেছিলেন।

৫ বলের ওভারের রহস্য নিয়ে জানতে চাইলে অফিসিয়াল স্কোরাররা জানালেন, আম্পায়ারের ভুলে ৫ বলে একটি ওভার হয়ে গেছে। তাদের ধারণা, পর পর দুটি নো বল ও দুটি ফ্রি-হিটের কারণে পরের চার বলের হিসাব ঠিকভাবে রাখতে পারেননি দায়িত্বরত আম্পায়ার গাজী সোহেল।


আরো সংবাদ



premium cement