১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫
`

টাইগারদের বোলিং তোপে কাঁপছে ওয়েস্ট ইন্ডিজ

টাইগারদের বোলিং তোপে কাঁপছে ওয়েস্ট ইন্ডিজ - ছবি : সংগৃহীত

মুস্তাফিজ-সাকিব ও মিরাজের বোলিং তোপে কাঁপছে ওয়েস্ট ইন্ডিজ। মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় খেলায় শুক্রবার টস জিতে ব্যাটিং নেমে ৩৩ ওভারেই ৮ উইকেট হারিয়েছে সফরকারীরা।

দ্বিতীয় ওয়ানডেতে ব্যাটিংয়ে নেমে শুরুটা দেখেশুনেই করেছিল উইন্ডিজ। তবে প্রথম ম্যাচের মতো এদিনও শুরুতে মুস্তাফিজের আঘাত হজম করলো দলটি। মুস্তাফিজের বলে গালিতে মেহেদি হাসান মিরাজের হাতে ক্যাচ দিয়ে ছয় রান করে ফিরছেন ওপেনার সুনীল অ্যামব্রিস।

এরপর অভিষিক্ত ওপেনার কজর্ন ওটলি ভয় ছড়াচ্ছিলেন। তবে অফ স্ট্যাম্পের বাইরের এক নিরীহদর্শন বলে ফেরালেন মেহেদী হাসান মিরাজ। এক্সট্রা কভারে তামিম ইকবালের হাতে ক্যাচ দিয়ে ২৪ রানে ফেরেন তিনি। এর তিন বল পর উইকেটরক্ষক ব্যাটসম্যান জশুয়া ডি সিলভার রক্ষণ দারুণ এক আর্মারে ভাঙেন মিরাজ, শূন্য হাতে সাজঘরে ফেরেন জশুয়া। দলীয় ৩৭ রানে তৃতীয় উইকেট হারায় সফরকারী উইন্ডিজ।

এর কিছুক্ষণ পরেই উইকেট উৎসবে যোগ দেন সাকিব আল হাসান। প্রথম ওভার করতে আসা সাকিবের করা বলটা অফ স্ট্যাম্পের একটু বাইরে পড়ে ফিরছিলো ভেতরে। স্লগ সুইপের চেষ্টা করেও ব্যর্থ হন আন্দ্রে ম্যাকার্থি, খেসারত দিয়ে হারান উইকেটটা। ৩৯ রানে চতুর্থ উইকেট হারায় উইন্ডিজ।

উইকেট বিপর্যয় এখানেই শেষ নয়, মাত্র ২ রান পর মিড উইকেটে বলটা ঠেলে একটা ‘কুইক সিঙ্গেল’ চুরি করতে চেয়েছিলেন জেসন মোহাম্মদ। নাজমুল হোসেন শান্তর দ্রুত থ্রোতে সেটা হলো না, উল্টো আরো একটা উইকেট খোয়াল উইন্ডিজ। রানের খাতা খোলার আগেই ফিরছেন প্রথম ম্যাচে উইন্ডিজের সর্বোচ্চ রান সংগ্রাহক কাইল মেয়ার্স। 

দলের বিপর্যয় রুখতে সব চেষ্টাই করেছিলেন ক্যারিবীয় অধিনায়ক জেসন মোহাম্মদ। সামনের পায়ে রক্ষণ করতে এসে সম্ভবত আরেকটু টার্ন আশা করেছিলেন । হলো না, সাকিবের বলটা সোজা গিয়ে লাগলো সামনের প্যাডে। এলবিডব্লিউর আবেদন এবং আউট। জেসন ফিরলেন ১১ রানে, সাকিব পেলেন দ্বিতীয় উইকেটের দেখা। ৬৭ রানে ওয়েস্ট ইন্ডিজের ষষ্ঠ ব্যাটসম্যান সাজঘরে।

জেসনের উইকেটের পরের বলেই চার মেরে ইঙ্গিত দিচ্ছিলেন প্রতি-আক্রমণের। অভিষেক ম্যাচে তিন উইকেট শিকার করা হাসান মাহমুদের ‘করিডোর অফ আন্সার্টেইন্টি’তে করা বলটাতেও তাই ব্যাট চালালেন সপাটে। পড়তে ভুল করলেন। নিচের কোনায় লেগে বলটা ভাঙলো উইকেট। ‘প্লেড অন’ হয়ে ব্যক্তিগত ২০ রানে ফিরলেন বোনার। ম্যাচে প্রথম উইকেটটা পেলেন হাসান।

এরপর মিডল আর অফ স্ট্যাম্পে মিরাজের করা বলটা সোজা হয়ে ঢুকলো, ব্যাটের কোনা এড়িয়ে আঘাত করলো রেমন রেইফারের প্যাডে। এলবিডব্লিউর আবেদনে আম্পায়ার সাড়া দেননি। রিভিউতে সফলতা এলো, মিরাজ পেলেন ব্যক্তিগত তৃতীয় উইকেট। 

এই রিপোর্ট লেখার সময় সফরকারীদের সংগ্রহ ছিল ৩৩ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে৯ ৮ রান। রভম্যান পাওয়েল ২৪ এবং আলজারি জোসেফ ৬ রানে ব্যাট করছেন। 

 


আরো সংবাদ



premium cement
ভরিতে ২০৬৫ টাকা বেড়ে স্বর্ণের দামে নতুন রেকর্ড ইরানি জবাব নিয়ে ভুল হিসাব করেছিল ইসরাইল! কূটনীতিতে বাইডেনবিরোধী হতে চান ট্রাম্প পেনাল্টিতে সাফল্য রিয়ালের জয়ের মানসিকতার প্রমাণ কিমিচের একমাত্র গোলে আর্সেনালকে পরাজিত করে সেমিফাইনালে বায়ার্ন বিরোধী দলকে ভাঙতে ষড়যন্ত্র করছে সরকার : ড. মঈন খান মোস্তাফিজের বিকল্প ভাবছে চেন্নাই, দলে ভিড়িয়েছে এক ইংলিশ পেসার বিদেশ যাওয়া হলো না আশরাফুলের, বাসচাপায় মামাসহ নিহত ‘সন্ত্রাসীদের ঘরে ঢুকে মারা’ বিষয়ে নরেন্দ্র মোদির মন্তব্য নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া মাতৃভূমি রক্ষা করা আমাদের প্রধান কর্তব্য : সেনাপ্রধান ব্রিটিশ হাই কমিশনারের সাথে বিএনপি নেতাদের বৈঠক

সকল