২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

অধিনায়ক হিসেবে কেমন করবেন তামিম, কী ভাবছেন ডমিঙ্গো?

তামিম ইকবাল - ছবি : নয়া দিগন্ত

আনুষ্ঠানিক ওয়ানডে অধিনায়কের দায়িত্ব পাওয়ার পর একটি ম্যাচেও খেলতে পারেননি তামিম ইকবাল। হবে কী করে? করোনার প্রকোপে সবই বন্ধ ছিল। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ দিয়েই তাই শুরু হচ্ছে তামিমের অধিনায়কত্বের পথচলা।

২০১৯ বিশ্বকাপের পর শ্রীলঙ্কা সফরে গিয়েছিল বাংলাদেশ। মাশরাফির অনুপস্থিতিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে অধিনায়কের দায়িত্ব পালন করেছিলেন তামিম ইকবাল। সে স্মৃতি তামিমের জন্য ভয়াবহই ছিল। কারণ সেই সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল বাংলাদেশ।
অনেকে সে সিরিজের পরিসংখ্যান নিয়ে কাটাছেড়া করেন তামিমকে নিয়ে। কিন্তু সেটা অমূলক। কারণ অধিনায়ক হিসেবে তামিমের যাত্রা এখনো হয়নি।

মাশরাফি বিন মর্তুজা, মাহমুদউল্লাহ ও মুমিনুলের হকের পর চতুর্থ অধিনায়ক হিসেবে তামিম ইকবালকে পাচ্ছেন রাসেল ডমিঙ্গো। সিরিজ শুরুর আগে ওয়ানডে অধিনায়ক মাঠের বাইরে যেভাবে দলকে নেতৃত্ব দিচ্ছে, তাতে খুশি বাংলাদেশের প্রধান কোচ।

সোমবার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে ডমিঙ্গো বলেন, ‘আমি এখানে যুক্ত হওয়ার পর তামিম এই প্রথম অধিনায়কত্ব করবে। আমি জানি, ২০১৯ সালে সে দলকে নেতৃত্ব দিয়েছিল। তার সাথে এখন পর্যন্ত কাজ করাটা উপভোগ করছি। সে সব দিকেই খেলায় রাখে। চেষ্টা করছে, সবাই যেন আত্মবিশ্বাসী থাকে এবং স্বচ্ছন্দ বোধ করে। মানসিকভাবে সব খেলোয়াড় যেন ভালো থাকে, এটা নিশ্চিত করতে সে কাজ করছে।’

‘তার সাথে কাজ করতে আমি মুখিয়ে আছি, যতটা সম্ভব সহায়তা করব। তার চিন্তা-ভাবনা ঠিক আছে। সে ভালো করতে চায়। তার নেতৃত্ব ও পারফরম্যান্স নিয়ে অনেক কাঁটাছেড়া হয়, এ ব্যাপারে সে সজাগও।’

আসন্ন এই সিরিজ দিয়ে আইসিসি ওয়ানডে লিগে অভিষেক হচ্ছে বাংলাদেশের। যেখানে থাকছে বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ। ডমিঙ্গো বলেন, ‘বিশ্বকাপ এখনো তিন বছর দূরে। তবে আমরা জানি, সময় কত দ্রুত যায়। বিশ্বকাপের পথে এটাই প্রথম পদক্ষেপ। ব্যাটিং পজিশনে এক-দুইটা পরিবর্তন হতে পারে। কেউ কেউ এমন পজিশনে ব্যাট করতে পারে যেখানে এর আগে করেনি। তবে বিশ্বকাপের অন্তত ছয় থেকে আট মাস আগে ব্যাটিং লাইন আপ ঠিক ও থিতু হয়ে যাবে। বিশ্বকাপে যে পজিশনে খেলবে তখন তারা সেই পজিশনে খেলবে।’


আরো সংবাদ



premium cement