২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

রোনালদোদের উড়িয়ে দিল ইন্টার

-

ইউরোপিয়ান ফুটবলে রোববারের রাতটি ছিল পাগলাটে। মেসির লাল কার্ডের রাতে বার্সা হেরেছে সুপার কাপের ফাইনালে। ইংলিশ লিগে ধুন্ধুমার লড়াইয়ে গোলের দেখা পায়নি ম্যানইউ-লিভারপুল। ইতালিয়ান সিরি আতে ইন্টার মিলানের কাছে উড়ে গেছে রোনালদোর জুভেন্টাস। ০-২ গোলে হেরেছে পিরলো শিবির।

লিগে দুই ম্যাচ পর জয়ের স্বাদ পেল ইন্টার। টানা তিন জয়ের পর হারল জুভেন্টাস।

ঘরের মাঠে ১২ মিনিটে প্রথম লিড নেয় ইন্টার। গোলটি করেন মৌসুমের শুরুতে বার্সেলোনা থেকে দলটিতে যোগ দেয়া ভিদাল। ২৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ হতে পারতো। কিন্তু হতাশ করেন লাউতারো মার্তিনেস।

৩৭ মিনিটে ডি-বক্সের বাইরে থেকে রোনালদোর শট সহজেই ঠেকান ইন্টার গোলরক্ষক হান্দানোভিচ। আক্রমণে আধিপত্য ধরে রেখে দ্বিতীয়ার্ধের ষষ্ঠ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে ইন্টার। মাঝমাঠ থেকে আলেসান্দ্রো বাস্তোনির লম্বা পাস ধরে ডি-বক্সে ঢুকে জোরালো শটে গোল করেন ইতালিয়ান মিডফিল্ডার বারেল্লা।

বাকি সময়ে আর কোনো গোল হয়নি। হারের তেতো স্বাদ নিয়ে মাঠ ছাড়ে জুভেন্টাস। ১৮ ম্যাচে ১২ জয় ও চার ড্রয়ে ৪০ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে ইন্টার। এক ম্যাচ কম খেলে সমান পয়েন্ট নিয়ে শীর্ষে এসি মিলান। ১৭ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে আগের মতো পাঁচে জুভেন্টাস।


আরো সংবাদ



premium cement