১৭ এপ্রিল ২০২৪, ০৪ বৈশাখ ১৪৩১, ০৭ শাওয়াল ১৪৪৫
`

৩৬৯ রানে থামল অস্ট্রেলিয়া

-

লাবুশানের সেঞ্চুরি, পেইনের হাফ সেঞ্চুরি আর লেজের সারির ব্যাটসম্যানদের বদৌলতে ব্রিসবেন টেস্টে প্রথম ইনিংসে ৩৬৯ রান সংগ্রহ করেছে অস্ট্রেলিয়া।

শুক্রবার প্রথম দিন শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ছিল ৫ উইকেটে ২৭৪ রান। ক্রিজে অপরাজিত ছিলেন অধিনায়ক পেইন ৩৮* ও গ্রিন ২৮*। শনিবার ম্যাচের দ্বিতীয় দিনে ফিফটি করে সাজঘরে ফেরেন পেইন। ১০৪ বলে বরাবার ৫০ রান করেন অজি অধিনায়ক। ফিফটি হয়নি গ্রিনের। অভিষিক্ত ওয়াশিংটন সুন্দরের বলে বোল্ড তিনি ৪৭ রানে।

শেষের দিকে স্কোর সমৃদ্ধ করেছে টেল এন্ডারদের ব্যাটিং। নাথান লিওন করেন ২৪ রান। পেসার মিশেল স্টার্ক অপরাজিত থাকেন ২০ রানে। হ্যাজলউড করেন ১১।

বল হাতে ভারতের হয়ে তিনটি করে উইকেট নেন অভিষিক্ত ওয়াশিংটন, নটরাজন ও শার্দুল ঠাকুর। বাকি এক উইকেট পান মোহাম্মদ সিরাজ।

প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ভারত ইতোমধ্যে হারিয়ে ফেলেছে দুই ওপেনারকে। ১৫ বলে সাত রান করে সুবমান গিল কামিন্সের শিকার। ৪৪ রান করে লিওনের বলে স্টার্কের তালুবন্দী রোহিত শর্মা। এই প্রতিবেদন লেখা অবধি চলছি চা বিরতি। ২৬ ওভারে ভারতের সংগ্রহ ২ উইকেটে ৬২ রান।


আরো সংবাদ



premium cement