২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

ঢাকার সামনে আবার সেই চট্টগ্রাম

শনিবার মিরপুরে চট্টগ্রাম দলের অনুশীলন। - ছবি : নয়া দিগন্ত

টানা হারে ক্লান্ত বেক্সিমকো ঢাকা লড়াইয়ের রসদ পেয়েছে রাজশাহীকে হারিয়ে। রেসে টিকে থাকতে হলে সামনের ম্যাচগুলোতেও ভালো করতে হবে মুশফিকদের। বঙ্গবন্ধু টি-২০ কাপে রোববার মাঠে নামছে বেক্সিমকো ঢাকা। তাদের প্রতিপক্ষ গাজী গ্রুপ চট্টগ্রাম। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বেলা দেড়টায়। সন্ধ্যা সাড়ে ছয়টায় অপর ম্যাচে মুখোমুখি হবে জেমকন খুলনা ও মিনিস্টার গ্রুপ রাজশাহী।

ঢাকার সামনে এবার চট্টগ্রাম। ঢাকা শিবিরে বাড়তি আতঙ্ক থাকাটাই স্বাভাবিক। কারণ প্রথমবারের দেখায় এই চট্টগ্রামের সাথে বাজেভাবে হেরেছিল ঢাকা। আগে ব্যাট করতে নেমে মাত্র ৮৮ রানে অল আউট হয়েছিল মুশফিকরা। খেলতে পারেনি পুরো ২০ ওভার। দম শেষ হয় ১৬.২ ওভারেই। সেই ম্যাচ ৯ উইকেট জিতেছিল চট্টগ্রাম। ঢাকার জন্য ম্যাচটি তাই প্রতিশোধের। সাথে শেষ চারে থাকার মিশনও।

বলতে গেলে শেষ চার চট্টগ্রামের অবশ্য নিশ্চিত হয়েই আছে। টানা চার ম্যাচে জয় পেয়েছে দলটি। ৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে মোস্তাফিজরা। সেখানে ঢাকার অবস্থান চতুর্থ। পাঁচ ম্যাচে দুটি জয় তাদের সম্বল। শেষ জয়টা এসেছে তাদের রাজশাহীর সাথে গত শুক্রবার। সেই জয়ের ধারাটাই রাখতে মরিয়া ঢাকার অধিনায়ক মুশফিকুর রহীম। অন্যদিকে লিটন-সৌম্যদের নিয়ে দারুণ ফর্মে থাকা চট্টগ্রামও মুখিয়ে আছে জয়ের জন্য।

সন্ধ্যার ম্যাচে খুলনার প্রতিপক্ষ রাজশাহী। ৫ ম্যাচে তিন জয়ে ৬ পয়েন্ট নিয়ে টেবিলে খুলনার অবস্থান দ্বিতীয়। এক ধাপ পরেই রাজশাহীর অবস্থান। ৫ ম্যাচে দুই জয়ে চার পয়েন্ট দলটির। রোববার জিততে পারলে শেষ চার অনেকটাই নিশ্চিত হয়ে যাবে রাজশাহীর। তবে হেরে গেলে বিদায়ের শঙ্কা বাড়বে।


আরো সংবাদ



premium cement