২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

নিশ্চিত হারের মুখে ওয়েস্ট ইন্ডিজ

-

হ্যামিল্টন টেস্টে বড়ই অসহায় অবস্থায় ওয়েস্ট ইন্ডিজ। তৃতীয় দিন শেষে নিশ্চিত ইনিংস ব্যবধানে হারের মুখে রয়েছে সফরকারী।

প্রথম ইনিংসে কেন উইলিয়ামসনের ডাবল সেঞ্চুরিতে সাত উইকেটে ৫১৯ (ডিক্লে.) রানের বিশাল স্কোর গড়ে নিউজিল্যান্ড। জবাবে ব্যাট করতে নেমে কিইউ বোলারদের তোপের মুখে পড়ে উইন্ডিজ। প্রথম ইনিংসে দলটি গুটিয়ে যায় মাত্র ১৩৮ রানে। ফলোঅনে পড়ে দ্বিতীয় ইনিংসের ব্যাট করতে নেমে শনিবার তৃতীয় দিন শেষে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৬ উইকেটে ১৯৬ রান।

ইনিংস ব্যবধানে হার এড়াতে ওয়েস্ট ইন্ডিজের দরকার এখনো ১৮৫ রান। বাকি চার উইকেটে এতো রান করতে পারবে ওয়েস্ট ইন্ডিজ, তা ভাবাটা বোকামিই।

শুক্রবার দ্বিতীয় দিনের শেষ বেলায় প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে বিনা উইকেটে ৪৯ রানে দিন শেষ করেছিল ওয়েস্ট ইন্ডিজ। শনিবার তৃতীয় দিনে তাসের ঘরের মতো ভেঙে পড়ে তাদের ইনিংস। সাউদি-ওয়াগনারদের আগুনমুখো বোলিংয়ে অসহায় হয়ে পড়ে জেসন হোল্ডাররা।

৬৪ ওভার পযন্ত টিকতে পারে দলটি। রান আসে ১৩৮। সর্বোাচ্চ ২৬ রান করেন ওপেনার ক্যাম্বেল। ২৫ রানে অপরাজিত থাকেন অধিনায়ক হোল্ডার। এছাড়া ওপেনার ব্রাফেট ২১, ব্লাকউড ২৩ রান করেন।

নিউজিল্যান্ডের হয়ে টিম সাউদি চারটি উইকেট নেন। জেমিসন, ওয়াগনার দুটি, বোল্ট এক উইকেট নেন।

ফলোঅনে পড়ে আবার ব্যাট করতে নেমে একই অবস্থা ওয়েস্ট ইন্ডিজের। তৃতীয় দিন শেষে দলটি হারায় ৬ উইকেট। রান কিছুটা ভালো প্রথম ইনিংসের চেয়ে, ১৯৬। তবে এই রান যা এসেছে তা দু’জনের কল্যাণে। টপ অর্ডার পুরো ব্যর্থ। সপ্তম উইকেট জুটিতেই যা করার করেছেন ব্লাকউড ও জোসেপ।

এই জুটি এখনো অবিচ্ছিন্ন। ৯৮ বলে ৮০ রানের অপরাজিত ইনিংসে ব্লাকউড হাঁকিয়েছেন নয়টি চার ও দুটি ছক্কা। ৭৩ বলে ৫৯ রানে অপরাজিত জোসেপ। তিনি হাঁকিয়েছেন নয়টি চার ও একটি ছক্কা।

দ্বিতীয় ইনিংসে ওয়াগনার দুটি, সাউদি, জেমিসন, বোল্ট, মিশেল একটি করে উইকেট নিয়েছেন।


আরো সংবাদ



premium cement
গাজায় সাহায্য বাড়াতে ইসরাইলকে নির্দেশ আইসিজের দিল্লি হাইকোর্টে কেজরিওয়ালের বিরুদ্ধে জনস্বার্থ মামলা খারিজ বস্ত্র-পাট খাতে চীনের বিনিয়োগ চায় বাংলাদেশ জামালপুরে সাব রেজিস্ট্রারকে হত্যার হুমকি মামলায় আ’লীগ নেতা গ্রেফতার গাজায় অনাহার যুদ্ধাপরাধ হতে পারে : জাতিসঙ্ঘ ‘প্রত্যেককে কোরআনের অনুশাসন যথাযথভাবে অনুসরণ করতে হবে’ মতলব উত্তরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু প্রাথমিকে শিক্ষক নিয়োগের শেষ ধাপের পরীক্ষা শুক্রবার লম্বা ঈদের ছুটিতে কতজন ঢাকা ছাড়তে চান, কতজন পারবেন? সোনাহাট স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ত্যাগ করলেন ভুটানের রাজা বছরে পৌনে ৩ লাখ মানুষের মৃত্যু দূষণে

সকল