২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

কেপ টাউনে বেয়ারস্টো শো

বেয়ারস্টো - ছবি : সংগৃহীত

ব্যাট হাতে খুনে মেজাজ। চার-ছক্কার ফুলঝুড়ি। কেপটাউনে বেয়ারস্টো শো দেখলো সবাই। যার বদৌলতে দারুণ জয়ও পেল ইংল্যান্ড। প্রথম টি-টোয়েন্টি ম্যাচে স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে ৫ উইকেটে হারিয়েছে ইংল্যান্ড। তিন ম্যাচের সিরিজে ১-০ এগিয়ে গেল সফরকারীরা।

শুক্রবার কেপ টাউনে টস হেরে আগে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৭৯ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে দক্ষিণ আফ্রিকা। জবাবে বেয়ারস্টোর ঝড়ো ইনিংসে চার বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছায় ইংল্যান্ড। ৪৮ বলে ৮৬ রানের অপরাজিত ইনিংস খেলার সুবাদে ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন জনি বেয়ারস্টো।
বড় লক্ষ্যে ব্যাট করতে নেমে ইংল্যান্ডের শুরুটা ছিল ভীষণ বাজে। ২৭ রানের মধ্যে হারায় দু্ই ওপেনার জেসন রয় ও জস বাটলারের উইকেট। টিকতে পারেননি ডেভিড মালানও। দলের এমন বিপযয়ে নিজের কাধে সব দায়িত্ব নেন বেয়ারস্টো। শুরু করেন ব্যাটিং তাণ্ডব। শেষ অবধি তার কাছেই হেরেছে বলতে গেলে দক্ষিণ আফ্রিকা।

শেষ ওভারে ৬ বলে ৭ রান দরকার ছিল ইংল্যান্ডের। দুই বলে চার ও ছক্কা হাকিয়ে জয় নিশ্চিত করেন বেয়ারস্টো। ৪৮ বলে ৮৬ রানের ইনিংসে বেয়ারস্টো হাকিয়েছেন নয়টি চার ও চারটি ছক্কা। বেন স্টোকস করেন ৩৭ রান।

এর আগে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকার হয়ে ৪০ বলে চারটি চার ও দুই ছয়ে সর্বোচ্চ ৫৮ রান করেন ডুপ্লেসিস। ভ্যান ডার ডসেন ৩৭, অধিনায়ক কুইন্টন ডি কক ৩০ রান করেন। ৪ ওভারে ২৮ রানে তিন উইকেট নেন ইংল্যান্ডের স্যাম কুরান।

আগামী রোববার পার্লেতে অনুষ্ঠিত হবে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-২০।


আরো সংবাদ



premium cement
গাজা যুদ্ধ নিয়ে প্রতিবাদ : নিউইয়র্ক বিশ্ববিদ্যালয় থেকে ১৩৩ জন গ্রেফতার বিপজ্জনক মাত্রার অতিবেগুনি রশ্মির ক্ষতি থেকে বাঁচবেন কিভাবে বিয়ের বাজার শেষে বাড়ি ফেরা হলো না চাচা-ভাতিজির প্রধানমন্ত্রী আজ থাইল্যান্ড সফরে যাচ্ছেন ভারতীয় ৩ সংস্থার মশলায় ক্যান্সার সৃষ্টিকারী উপাদান সাবেক শিবির নেতা সুমনের পিতার মৃত্যুতে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারের শোক গণকবরে লাশ খুঁজছেন শত শত ফিলিস্তিনি মা ভারতের লোকসভা নির্বাচনে আলোচনায় নেতাদের ভাই-বোন ও সন্তান সংখ্যা চীনে শতাব্দীর ভয়াবহ বন্যার শঙ্কা, ঝুঁকিতে ১৩ কোটি মানুষ ভারতের মাঝারি পাল্লার নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা ৩ দিনের ব্যবধানে দ্বিতীয়বার চেন্নাইকে হারাল লক্ষৌ

সকল