২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫
`

সাকিবদের সামনে এবার শান্তরা

সাকিবদের সামনে এবার শান্তরা - ছবি : সংগৃহীত

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের তৃতীয় ম্যাচে বৃহস্পতিবার মাঠে নামবে জেমকন খুলনা ও মিনিস্টার গ্রুপ রাজশাহী। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে বেলা দেড়টায় শুরু হবে ম্যাচটি। সন্ধ্যা সাড়ে ৬টায় পরস্পরের মুখোমুখি হবে বেক্সিমকো ঢাকা ও গাজী গ্রুপ চট্টগ্রাম।

দিনের প্রথম ম্যাচে লড়াইটা হবে সাকিব বনাম শান্তদের। দুই দলই জয় পেয়েছে তাদের প্রথম ম্যাচে। সাকিবের খুলনা অবিশ্বাস্য ভাবে জয় পেয়েছে তামিমের ফরচুন বরিশালের বিরুদ্ধে। অন্যদিকে শান্তর রাজশাহী রুদ্ধশ্বাস লড়াইয়ে ২ রানে হারায় মুশফিকের ঢাকাকে।

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের প্রথম দিনের দুটি ম্যাচই বেশ উত্তেজনা ছিল। তবে সন্ধ্যার ম্যাচটি বেশি নজড় কেড়েছিল সবার। কারণ আয়ত্বের বাইরে থাকা ম্যাচটি জিতেছিল খুলনা। জয়ের নায়ক আরিফুল হক। যার ছক্কা বৃষ্টিতে ম্লান হয়েছিল বরিশালের সব কারিকুরি।

শেষ ওভারে জয়ের জন্য খুলনার দরকার ছিল ২২ রান। স্ট্রাইকে খুলনার আরিফুল হক। বল হাতে এগিয়ে আসেন বরিশালের স্পিনার মেহেদী হাসান মিরাজ। প্রথম দুই ছক্কা হাঁকিয়ে উত্তেজনা বাড়ান আরিফুল। তৃতীয় বলে ইচ্ছা করেই নেননি সিঙ্গেল। পরের দুই বলে আবার ছক্কা। এক বল হাতে রেখে ৪ উইকেটের অবিশ্বাস্য জয় পায় খুলনা। বেদনায় পোড়ে বরিশাল।

সেই খুলনার আজকের প্রতিপক্ষ মিনিস্টার গ্রুপ রাজশাহী। যারা অবশ্য উদ্বোধনী ম্যাচে ঢাকাকে হারিয়ে রীতিমতো চমক দেখিয়েছে। আগে ব্যাট করতে নেমে মেহেদী হাসানের ঝড়ো ব্যাটিংয়ে ৯ উইকেটে ১৬৯ রান করে রাজশাহী। জবাবে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ১৬৭ রানে থামে ঢাকার ইনিংস। শেষ ওভারে দুর্দান্ত বল করেন ব্যাট হাতে ফিফটি করা মেহেদী হাসান। দুই রানের দারুণ জয়ে মিশন শুরু করে রাজশাহী।

জয়ে মিশন শুরুর কারণে আজ দুই দলই বেশ উজ্জীবিত। খুলনা অধিনায়ক মাহমুদউল্লাহ চাচ্ছেন জয়ের ধারাবাহিকতা রাখতে। অভিন্ন লক্ষ্য রাজশাহীরও। প্রথম ম্যাচে এই দুই দলের দুই তারকা ক্রিকেটার প্রত্যাশা অনুযায়ী খেলতে পারেননি। এক বছরের নির্বাসন কাটিয়ে সাকিব আল হাসান ব্যাট হাতে করেন মাত্র ১৫ রান। যা ভক্তদের আফসোস বাড়িয়েছে। যদিও বল হাতে তুলনামুলক ভালোই করেছেন তিনি। ৩ ওভারে ১৮ রানে তিনি নেন এক উইকেট। রাজশাহীর হয়েও ভক্তদের প্রত্যাশা মেটাতে পারেননি মোহাম্মদ আশরাফুল। তিনি করেন মাত্র পাঁচ রান। সাকিব ও আশরাফুল ভক্তরা উন্মুখ হয়ে থাকবেন প্রিয় খেলোয়াড়ের দুরন্ত পারফরম্যান্সের জন্য।

সন্ধ্যার ম্যাচে মাঠে নামবে বেক্সিমকো ঢাকা। তাদের প্রতিপক্ষ গাজী গ্রুপ চট্টগ্রাম। চার দল প্রথম দিনে ম্যাচ খেললেও এক দলের এখনো মাঠে নামা হয়নি। সেই দল হলো চট্টগ্রাম। প্রথম ম্যাচে ঢাকা হেরেছে রাজশাহীর কাছে। সেই সুযোগ নিতে চায় চট্টগ্রামও।

নিজেরা মাঠে নামার আগে বাকিদের খেলা দেখা হয়ে গেছে। বোঝা গেছে উইকেটের ধরণ। এদিক থেকে কিছুটা সুবিধায় চট্টগ্রাম। বুধবার মিরপুর একাডেমি মাঠে অনুশীলন সেরে অধিনায়ক মিঠুন জানালেন টুর্নামেন্টের আগে করা বিশ্লেষণ ভুল প্রমাণ হচ্ছে মাঠে, ‘কালকে খেলার আগে অনেকেই চিন্তা করেছে খাতা-কলমে কারা কতটা শক্তিশালী। কিন্তু কালকে খেলা দেখে একটা পরিষ্কার ধারণা এসেছে যে মাঠের খেলাটাই বেশি গুরুত্বপূর্ণ খাতা কলমের না।’

প্রথম দিনে উইকেট দেখা গেছে বেশ ভালো। ব্যাটসম্যানরা উইকেটের সুবিধা পুরোটা কাজে লাগাতে পারলে বিশাল সংগ্রহ দেখাও অবাস্তব ছিল না। মিঠুনের মতে উইকেট এরকমটা থাকলে টুর্নামেন্ট যত এগুবে তত দেখা যাবে বিস্ফোরক সব ব্যাটিং, ‘উইকেট মনে হয়েছে খুব ভাল উইকেট। হাই স্কোরিং ম্যাচ হবে। যদি এরকম উইকেট থাকে তাহলে যত দিন যাবে আরও ভাল ক্রিকেট সবাই দেখবে আশা করি।’


আরো সংবাদ



premium cement
এলডিসি থেকে উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পেতে কার্যকর পদক্ষেপ নিন : প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি আহসান উল্লাহ ‘ট্রি অব পিস’ পুরস্কার বিষয়ে ইউনূস সেন্টারের বিবৃতি আনোয়ারায় বর্তমান স্বামীর হাতে সাবেক স্বামী খুন, গ্রেফতার ৩ ফতুল্লা প্রেস ক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত বদরের শিক্ষায় ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হতে হবে : সেলিম উদ্দিন ইসলামের বিজয়ই বদরের মূল চেতনা : ছাত্রশিবির পরিবেশ দূষণে বাংলাদেশে বছরে ২ লাখ ৭২ হাজার মানুষের মৃত্যু : বিশ্বব্যাংক নোয়াখালীতে ল’ইয়ার্স কাউন্সিলের ইফতার মাহফিল অনুষ্ঠিত ‘আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠার জন্য ল’ ইয়ার্স কাউন্সিল কাজ করে যাচ্ছে’ পুকুরে পাওয়া গেল ১০০ ইলিশ

সকল