২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫
`

বল হাতে ফেরাটা ভালোই হলো সাকিবের

সাকিবকে ঘিরে সতীর্থদের উল্লাস - ছবি : নয়া দিগন্ত

উইকেটের সংখ্যাটা আরো বাড়লে সমৃদ্ধ হতো বোলিং ফিগারটা। তারপরও ৩ ওভারে ১৮ রানে এক উইকেট নেহায়েত খারাপ না। এক বছরের নির্বাসন কাটিয়ে বল হাতে ফেরাটা বলতে গেলে ভালোই হলো সাকিব আল হাসানের।

টস হেরে আগে ব্যাট করতে নেমে ফরচুন বরিশাল করে ৯ উইকেটে ১৫২ রান। সাকিব প্রথম বল হাতে আসেন সপ্তম ওভারে। দারুণ ওভার বলতে গেলে, গ্রেট কাম ব্যাক। তিনটি ডট, বাকি তিন বলে দেন তিন রান। নবম ওভারে আবার সাকিবের আগমন। নিজের দ্বিতীয় ওভারের প্রথম বলেই পান উইকেটের দেখা। আউট করেন আফিফ হোসেন ধ্রুবকে। চতুর্থ বলে ছক্কা খেলেও বাকি চার বলে দেন মাত্র দুই রান।

১৩তম ওভারে আবার বল হাতে সাকিব, যা তার নিজের তৃতীয় ওভার। এই ওভারে দুটি ডট। একটি ওয়াইড। বাকি চার বলে দিয়েছেন ছয় রান। চতুর্থ ওভারটি সাকিব করবেন শেষে, এমনটাই ভেবেছিল সবাই। তবে শেষ অবধি সাকিবকে দিয়ে আর বল করাননি খুলনা অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

সাকিবের ইকোনমি রেট ৬.০০। তার চেয়ে কম আছে শুধুমাত্র শহিদুল ইসলামের। ৪ ওভারে শহিদুল নিয়েছেন চার উইকেট। রান দিয়েছেন মাত্র ১৭। তার ইকোনমি রেট ৪.২৫।


আরো সংবাদ



premium cement