২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

সাইফউদ্দিন না থাকলেও জয়ে চোখ শান্তর

- সংগৃহীত

হুট করে এক চোট এক সপ্তাহের জন্য মাঠের বাইরে ঠেলে দিয়েছে মিনিস্টার গ্রুপ রাজশাহীর অলরাউন্ডার সাইফউদ্দিনকে। মঙ্গলবার থেকে শুরু হচ্ছে বঙ্গবন্ধু টি-২০ কাপ। উদ্বোধনী ম্যাচে বেলা দেড়টায় রাজশাহী খেলবে শক্তিশালী বেক্সিমকো ঢাকার বিরুদ্ধে। কিন্তু প্রথম ম্যাচেই চোটের কারণে সাইফউদ্দিনকে পাচ্ছে না রাজশাহী। যা দলের জন্য বড় ধাক্কা।

সাইফউদ্দিনের চোট হতাশা বাড়ালেও জয়ের জন্য দৃঢ় প্রত্যয়ী রাজশাহীর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। যে দল আছে সে দল নিয়েই ঢাকার বিরুদ্ধে ভালো করতে মুখিয়ে আছেন তিনি।

সোমবার ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে শান্ত বলেন, ‘অবশ্যই সাইফউদ্দিন অনেক গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছিল আমাদের। কিন্তু দুর্ভাগ্যবশত হয়তো ছয়-সাতদিন আমরা তাকে পাচ্ছি না। এরপর আরেকটা রিপোর্ট পাবো। কিন্তু এটা নিয়ে আসলে খুব বেশি চিন্তা করার সুযোগ নাই। যেহেতু কালকে ম্যাচ। যেই দলই হবে, সেটা নিয়েই এগিয়ে যেতে হবে।’

তিনি আরো বলেন, ‘সাইফউদ্দিনকে প্রেসিডেন্টস কাপে দেখেন সে পুরোপুরি ফিট ছিল। একশ ভাগ এফোর্ট দিয়েই খেলেছে। দুর্ভাগ্যবশত সে ইনজুরড হয়ে গেছে, এটা যে কেউই হতে পারে। আমরা যেই টিমটা গড়েছিলাম, ওটা নিয়ে সন্তুষ্ট।’

কিছুদিন আগে প্রেসিডেন্ট কাপে নাজমুল একাদশের হয়ে খেলেছিলেন মুশফিক। মঙ্গলবার সেই মুশফিকের ঢাকার বিরুদ্ধে খেলবে শান্তর রাজশাহী। মুশফিককে দ্রুত আউটের ছক কষছেন শান্ত, ‘অবশ্যই মুশফিক ভাইয়ের সঙ্গে বেশ কয়েকটা ইনিংসে ব্যাটিং করার সুযোগ ছিল। অনেক কিছুই জানা আছে। আশা করছি আমাদের বোলাররা তাদের পরিকল্পনা অনুযায়ী যদি বল করতে পারে তাহলে দ্রুতই আউট করা যাবে মুশফিক ভাইকে।’

রাজশাহী দলে অনেক সিনিয়র ক্রিকেটার আছেন। আছেন মোহাম্মদ আশরাফুল, আরাফাত সানি ও রকিবুল হাসান। কিন্তু তরুণ শান্ত অধিনায়ক।

দায়িত্বটা সুনিপণভাবে পালন করতে চান তিনি, ‘অবশ্যই অধিনায়ক হিসেবে ইভেন নরমাল একজন প্লেয়ারের দায়িত্ব রেগুলার পারফর্ম করা। অধিনায়কত্ব একটা আলাদা অংশ, ওটা যতটুকু দায়িত্ব পালন করার করবো। পাশাপাশি আমার রেগুলার পারফর্ম করা রান করা। ওই জায়গায়টায় ভালোভাবে প্রস্তুতি নিচ্ছি। নজর দিচ্ছি কীভাবে ভালো রান করা যায়।’


আরো সংবাদ



premium cement