২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

মাঠের পারফরম্যান্সই মুখ্য : মাহমুদউল্লাহ

মাঠের পারফরম্যান্সই মুখ্য : মাহমুদউল্লাহ - ছবি : সংগৃহীত

কিছু দলে তারকা ঠাঁসা। আর কোন দলে তারকা নেই বললেই চলে। তারকা বিচারে এগিয়ে জেমকন খুলনা। এই দলে রয়েছে সাকিব আল হাসান। অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। এছাড়া আছেন ইমরুল কায়েস, এনামুল হক বিজয়, শফিউল ইসলাম, আল আমিনরা। অনেকে তাই খুলনাকে শিরোপা লড়াইয়ে এগিয়ে রাখছেন। তবে খুলনার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ জানিয়েছেন, মাঠের পারফরম্যান্সই মুখ্য।

বঙ্গবন্ধু টি-২০ কাপের পর্দা উঠবে মঙ্গলবার। দিনের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে জেমকন খুলনা। দলটির প্রতিপক্ষ ফরচুন বরিশাল। সোমবার মিডিয়া সেশনে কথা বলেন খুলনার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

নিজেদের দল নিয়ে তিনি বলেন, ‘কাগজে-কলমে হয়তো আমাদের দলকে অনেক শক্তিশালী মনে হচ্ছে। তবে আমি সবসময়ই বিশ্বাস করি মাঠের পারফরম্যান্সটা সবসময়ই মুখ্য থাকবে। আপনি যত ভালো ক্রিকেটারই হন, দিনশেষে আপনাকে মাঠে এটা প্রমাণ করতে হবে। ঐ সুনাম যারা আমরা বহন করি তাদের সবসময়ই প্রমাণের একটা তাগিদ থাকে। এবং এটা থাকাটাই স্বাভাবিক। তো সেক্ষেত্রে বলবো যে, অবশ্যই আমাদের প্রমাণের অনেক কিছু আছে। তো সেটা প্রমাণের লক্ষ্যেই আমরা নামবো ইনশাল্লাহ।'

সাকিবের মতো বিশ্বসেরা অলরাউন্ডার আছেন মাহমুদউল্লাহর দলে। যা বড় রোমাঞ্চের বিষয়। এ প্রসঙ্গে খুলনার অধিনায়ক বলেন, ‘ফিলিং ইজ গুড। আমরা সবাই জানি সাকিবের গুরুত্ব কতটুকু। সেটা আন্তর্জাতিক ক্ষেত্রে হোক বা ঘরোয়াতে হোক। সেক্ষেত্রে অবশ্যই আমরা সবাই খুশি ও ব্যাক করেছে এবং ও আমাদের দলেই খেলছে। ইট ইজ এ ভেরি গুড থিং টু হ্যাভ।'

করোনা থেকে মুক্তি প্রসঙ্গে রিয়াদ বলেন, ‘আলহামদুলিল্লাহ, গত সপ্তাহে ১৬ তারিখ আমি নেগেটিভ প্রমাণিত হয়েছি। তারপর বেশ কয়েক দিন আমি বিশ্রামে ছিলাম। এরপর অনুশীলন শুরু করি। আলহামদুলিল্লাহ আমি এখন অনেক ভালো অনুভব করছি।’

অনেকে বিপিএলের সাথে তুলনা করছে এই টুর্নামেন্টকে। রিয়াদের অবশ্য আপত্তি আছে তাতে। তিনি বলেন, ‘বিপিএলের আবহ অন্যরকম থাকে, এই টুর্নামেন্টের আবহ অন্যরকম। কারণ, ওখানে বড় বড় ওভারসিজ প্লেয়ার থাকে। একই সাথে আমার এটাও মনে হয় এটা খুবই ভাল এক টুর্নামেন্ট। এই টুর্নামেন্টে আমরা সবাই ভালো খেলার জন্য মুখিয়ে আছি। আমি আমার দল নিয়ে বেশ আশাবাদী। ইনশাআল্লাহ আমরা ভালো করতে পারবো।'

কিছুদিন আগে প্রেসিডেন্টস কাপের শিরোপা জিতেছিল মাহমুদউল্লাহ একাদশ। সেই টুর্নামেন্ট থেকে আত্মতৃপ্তির কিছু আছে কি না? রিয়াদ বলেন, ‘না, স্যাটিসফ্যাকশনের কিছু নেই। অবশ্যই ভালো লাগে যখন আপনি কোন দলের হয়ে চ্যাম্পিয়ন হতে পারেন। তো আমার মনে হয় সেটা এখন অতীত। ওটা ৫০ ওভারের ফরম্যাটে ছিল, এটা ভিন্ন ফরম্যাট। তো শুরুটা অনেক গুরুত্বপূর্ণ। আমি সবসময় বিশ্বাস করি যেকোন টুর্নামেন্টে শুরুটা অনেক গুরুত্বপূর্ণ দলীয় ও ব্যক্তিগতভাবে আত্মবিশ্বাস আনার জন্য। দলের মধ্যে সেই আত্মবিশ্বাসটা ছড়িয়ে দেয়াটা অনেক গুরুত্বপূর্ণ। তার জন্য ভালো শুরুটা অনেক গুরুত্বপূর্ণ।’

দীর্ঘদিন পর মাঠে ফিরছেন সাকিব। সতীর্থের পারফরম্যান্স প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি সবসময় একটা জিনিস বিশ্বাস করি- সাকিবের যে ক্যালিবার, যে ক্যাপাবিলিটি, আমার মনে হয় না যে ওটার কোন প্রশ্ন থাকবে ওর অ্যাচিভমেন্ট, ওর পারফরম্যান্সের ক্ষেত্রে। তো আমি বিশ্বাস করি ও প্রথম ম্যাচেই নিজেকে মেলে ধরতে পারবে। ওই রাস্টিনেসও আমি দেখছি না, আমার মনে হয় যে ও খুব উদগ্রীব খেলার জন্য, আর মুখিয়ে আছে ভালো খেলার ব্যাপারে।'


আরো সংবাদ



premium cement
গাজায় সাহায্য বাড়াতে ইসরাইলকে নির্দেশ আইসিজের দিল্লি হাইকোর্টে কেজরিওয়ালের বিরুদ্ধে জনস্বার্থ মামলা খারিজ বস্ত্র-পাট খাতে চীনের বিনিয়োগ চায় বাংলাদেশ জামালপুরে সাব রেজিস্ট্রারকে হত্যার হুমকি মামলায় আ’লীগ নেতা গ্রেফতার গাজায় অনাহার যুদ্ধাপরাধ হতে পারে : জাতিসঙ্ঘ ‘প্রত্যেককে কোরআনের অনুশাসন যথাযথভাবে অনুসরণ করতে হবে’ মতলব উত্তরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু প্রাথমিকে শিক্ষক নিয়োগের শেষ ধাপের পরীক্ষা শুক্রবার লম্বা ঈদের ছুটিতে কতজন ঢাকা ছাড়তে চান, কতজন পারবেন? সোনাহাট স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ত্যাগ করলেন ভুটানের রাজা বছরে পৌনে ৩ লাখ মানুষের মৃত্যু দূষণে

সকল