২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

তারকা না থাকলেও বরিশালকে নিয়ে আত্মবিশ্বাসী তামিম

তামিম ইকবাল - ফাইল ছবি

বঙ্গবন্ধু টি-২০ কাপের উদ্বোধনী দিনে সন্ধ্যা সাড়ে ছয়টায় দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে ফরচুন বরিশাল। দলটির প্রতিপক্ষ জেমকন খুলনা। লড়াই হবে তামিম বনাম সাকিবের। বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। তবে খুলনার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। সাকিবও খুলনাতে।

তারকার দিক থেকে এগিয়ে খুলনা। সেই হিসেবে বরিশালে তামিম, মিরাজ, তাসকিন ছাড়া নেই কোনো তারকা ক্রিকেটার। কিন্তু তারপরও তামিম নিজ দল বরিশালকে নিয়ে আত্মবিশ্বাসী। তার মতে, বিশ্বাস থাকলে আর মাঠের নিবেদন সঠিক হলে নির্দিষ্ট দিনে জয় আসতেই পারে।

সোমবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে মিডিয়ার সামনে উপস্থিত হয়ে টুর্নামেন্ট সম্পর্কে নানা কথা বলেন তামিম। শুরুটা ছিল সাকিব কেন্দ্রিক। দীর্ঘদিন পর মাঠে ফিরছেন সাকিব। আর সেটা তামিদের বিরুদ্ধেই।

এ প্রসঙ্গে তামিম বলেন, ‘আমি নিশ্চিত ওর (সাকিব আল হাসান) জন্য অনেক বড় দিন। ও অলমোস্ট এক বছর পর মাঠে ফিরছে। ওর জন্য বড় দিন, বাংলাদেশ ক্রিকেটের জন্য একটা গুরুত্বপূর্ণ দিন। আমি নিশ্চিত ওর ভক্তরা ওকে দেখার জন্য মুখিয়ে থাকবে। যেহেতু আমার জন্য এটা একটা খেলা, আমি চেষ্টা করবো ও যত কম ইমপ্যাক্ট ফেলতে পারে। দিনশেষে আমি খুশি যে ফিরছে, আমি নিশ্চিত হি উইল গো স্ট্রেংথ টু স্ট্রেংথ ফ্রম টুমোরো।'

নিজের দল প্রসঙ্গে তামিম বলেন, ‘'দেখেন, একটা যে জিনিস যেটা হল আমাদের দলে হয়তো নামি দামি ওরকম প্লেয়ার নেই, তবে ক্রিকেটটাই এরকম একটা খেলা। দেখেন সবাই যদি কাগজে কলমে শক্তিশালী হয়ে ম্যাচ জিতে যেতো বা টুর্নামেন্ট জিতে যেতো তাহলে অন্য কথা ছিল। আমি নিশ্চিত যে প্লেয়ারগুলো আছে আমার, তারা সবাইই ক্যাপাবল। তারা কোন না কোন জায়গায় নিজেকে প্রমাণ অবশ্যই করেছে। আমার বিশ্বাস আছে যে তারা ভাল করবে। এটাই আশা করবো যে আমরা কালকের ম্যাচটা ভালভাবে শুরু করবো। কারণ, এক থেকে এগার সবাইই ম্যাচ জেতাতে সক্ষম। একটাই ব্যাপার যে তারা তরুণ। আমি নিশ্চিত তারা ভাল করবে।'

শুরুটা ভালো হওয়া জরুরি। তামিম বলেন, ‘প্রথম ম্যাচটা সবসময়ই ট্রিকি হয়, কারণ প্রথম ম্যাচের আগে তো ওভাবে বোঝা যায় না ডিউ টা কতটা ফ্যাক্টর হবে। লাইটের নিচে আমরা এখন পর্যন্ত অনুশীলন করিনি। আশা করছি ওরকম হবে না, যদি হয় তাহলে প্রথম ম্যাচে জাজ করা একটু কঠিন। আর বিশেষ করে যখন আপনি সেকেন্ড ম্যাচ খেলছেন। কমবেশি দুই ইনিংসেই থাকে। হয়তো প্রথম ইনিংসে একটু কম থাকে, তবে স্টিল থাকে। তো কালকের পরে দেখবেন অনেক ধরণের ম্যাসেজ ক্লিয়ার হয়ে যাবে, বুঝতে পারবেন যে কি হচ্ছে, না হচ্ছে। যেহেতু ফার্স্ট ম্যাচ আমাদের দেখতে হবে এসব ফ্যাক্ট মিনিমাইজ করে যেনো ভালো খেলা খেলতে পারি।'

খুলনাকে সমীহ করলেও নিজ দলের প্রতি প্রবল আত্মবিশ্বাস তামিমের, ‘নিশ্চিতভাবেই কাগজে-কলমে ওরা খুবই শক্তিশালী দল। তবে আপনার টিমে যেই থাকুক না কেনো, সবচেয়ে বড় জিনিস হল বিলিভ করা। প্লেয়ারদের ওপর বিলিভ করা, যেটা আমার আছে। যেটা আমি বললাম, আপনি হয়তো বড় বড় নাম খুঁজে পাবেন না। তারা সবাই ম্যাচ জেতাতে সক্ষম। আমরা যদি এদের সাথে ভালো একটা স্টার্ট করতে পারি তাহলে এর চেয়ে ভাল আর কিছু হতে পারে না।’


আরো সংবাদ



premium cement