২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

কোয়ারেন্টিনে থেকেও অনুশীলন করতে পারবেন কোহলি-রোহিতরা

কোয়ারেন্টিনে থেকেও অনুশীলন করতে পারবেন কোহলি-রোহিতরা - ছবি : সংগৃহীত

আগামী মাসে অস্ট্রেলিয়া সফরে যাবে ভারতীয় ক্রিকেট দল। করোনাভাইরাসের প্রকোপ থাকায় সে দেশের স্বাস্থ্যবিধি নিয়ম মানতে হবে টিম ইন্ডিয়াকে। অস্ট্রেলিয়ায় পৌঁছে ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে কোহলি-রোহিতদের। তবে এই নিয়ম থেকে সড়ে এসেছে অস্ট্রেলিয়া সরকার। কোয়ারেন্টিনে থাকাকালীনই অনুশীলন করতে পারবে ভারতীয়রা। এমনটাই জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।

ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর প্রতিবেদনেও বলা হয়েছে, কোয়ারেন্টিনে থাকলেও অনুশীলন করতে পারবে ভারত দল। নিউ সাউথ ওয়েলস রাজ্য সরকার এই অনুমতি দিয়েছে। এখন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সবুজ সংকেত পেলেই সিরিজের আনুষ্ঠানিক সূচি ঘোষণা করবে সিএ।

সংযুক্ত আরব আমিরাতে চলছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) টি-টুয়েন্টি ক্রিকেটের ত্রয়োদশ আসর। আইপিএল শেষে অস্ট্রেলিয়া সফরে যাবে ভারত। সেখানে পৌছে ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকবে টিম ইন্ডিয়া।

এবারের সফরে তিনটি করে ওয়ানডে ও টি-টুয়েন্টি সিরিজ এবং চারটি টেস্ট খেলবে ভারত।


আরো সংবাদ



premium cement