২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

ম্যাচ হেরেও রক্ষা নেই, চরম ‘শাস্তি’ কোহলির! সাথে জরিমানা ১২ লাখ রুপি

 বিরাট কোহলি
বিরাট কোহলি - ছবি : সংগৃহীত

এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ তথা আইপিএলে প্রথম ম্যাচে বেশ ভালোভাবেই অভিযান শুরু করেছিল আরসিবি। তবে দ্বিতীয় ম্যাচে এসেই হোঁচট। কিংস ইলেভেনের কাছে হেরে বসল বিরাট কোহলি এন্ড কোং।

সময় হঠাৎ করেই বেশ খারাপ যাচ্ছে ভারতের ও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিলের আরসিবির অধিনায়ক বিরাট কোহলির। দ্বিতীয় ম্যাচে এসেই হারতে হলো। শুধু হারেই রক্ষা নেই। স্লো ওভার রেটের জন্য ১২ লাখ রুপির জরিমানাও গুনতে হবে তাকে।

প্রথম ম্যাচে বেশ ভালোভাবেই অভিযান শুরু করেছিল আরসিবি। তবে দ্বিতীয় ম্যাচে এসেই হোঁচট। কিংস ইলেভেনের কাছে হেরে বসল বিরাট কোহলি এন্ড কোং। আর আরসিবির হারের দিনেই সবথেকে খারাপ পারফরম্যান্স করলেন দলনেতা বিরাট কোহলি নিজে।

ব্যাট হাতে ১ রানের বেশি করতে পারেননি। আবার ফিল্ডিংয়েও ডাহা ফেল। দুবার ক্যাচ ফেললেন বিপক্ষ ক্যাপ্টেন লোকেশ রাহুলের। যিনি পরে আইপিএলের ইতিহাসে অন্যতম সেরা ইনিংস খেলে গেলেন। ক্যাচ মিস, ব্যাট হাতে ব্যর্থতার সঙ্গত করে গেল স্লো ওভার রেট। যে কারণে ‘শাস্তি’ ১২ লাখ রুপির জরিমানা।

এরপরেই কোহলি ম্যাচের শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বলে গেলেন, “আমাদের সেরা দিন মোটেই ছিল না এদিন। আমাকেই সামনে দাঁড়িয়ে এর জন্য দায়িত্ব নিতে হবে। কেএল যখন সেট হয়ে গিয়েছিল, সেই সময় বেশ কিছু সুযোগ নষ্ট করলাম, এর জন্যই শেষের দিকে আমাদের অতিরিক্ত ৩৫-৪০ রান খরচ করতে হল। যদি আমরা ওদের ১৮০ রানের মধ্যে বেঁধে রাখতে পারতাম, তাহলে প্রথম বল থেকেই আমরা চাপে পড়তাম না।”

শুরুতে ব্যাটিং করে কিংস ইলেভেন পাঞ্জাব স্কোরবোর্ডে ২০৬ তোলে। জবাবে ১৭ ওভারে ১০৯ রানে অলআউট হয়ে যায় আরসিবি। কোহলি তাই বলছেন, “ঠিক কোন জায়গায় ভুল হল, তা আমরা জানি। আমিই সব দায় নিচ্ছি মাথা পেতে। এমন কিছু দিন আসে যেদিন এমন ঘটনা ঘটে। সেগুলো মেনে নিতে হবে। আমরা একটা ভালো দিন এবং একটা খারাপ দিন-দুইই দেখলাম। এখন সামনের দিকে এগিয়ে যাওয়ার সময়।”

ইন্ডিয়ান এক্সপ্রেস


আরো সংবাদ



premium cement