২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

ঘরোয়া ক্রিকেট ফেরাতে বদ্ধপরিকর বিসিবি

- সংগৃহীত

জাতীয় দল শ্রীলঙ্কা সফরে গেলেও ঘরোয়া ক্রিকেট মাঠে ফেরাতে বদ্ধ পরিকর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। করোনাভাইরাসের কারণে গেল মার্চের মাঝামাঝি থেকে দেশের ক্রিকেট কার্যক্রম বন্ধ আছে। তাই এই মুহূর্তে শ্রীলঙ্কা সফরের পাশাপাশি ঘরোয়া ক্রিকেট শুরুর ব্যাপারে পরিকল্পনা করছে বিসিবি।

সপ্তাহ দু’য়েক আগে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেছিলেন, বাংলাদেশের শ্রীলঙ্কা সফর বাতিল হলে, ঘরোয়া ক্রিকেট লিগ আবারো শুরু করা হবে। বিসিবি সভাপতির সেই ঘোষণার প্রায় দুই সপ্তাহ অতিক্রম করলেও, দ্বিপক্ষীক সিরিজ নিয়ে এখনো কোন সিদ্ধান্ত দিতে পারেনি শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)।

তবে সিরিজ হোক বা না হোক, দ্রুত ঘরোয়া ক্রিকেট মাঠে ফেরাতে চায় বিসিবি, এমনটাই বললেন প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী। তিনি বলেন, ‘আমাদের অন্য পরিকল্পনাও আছে। শ্রীলঙ্কার সিদ্বান্তের জন্য আমাদের অপেক্ষা করতে হচ্ছে। কিন্তু আমাদের এখনো পরিকল্পনা আছে যে, আমরা উভয় বিষয় নিয়েই সামনে এগিয়ে যাবো। যদি সিরিজ অনুষ্ঠিত হয়, তারপরও আমাদের ঘরোয়া ক্রিকেট লিগ শুরু করার পরিকল্পনা রয়েছে।’

হাই পারফরম্যান্স চেয়ারম্যান নাইমুর রহমান দুর্জয়, কর্পোরেট ক্রিকেট লিগ আয়োজনের ইঙ্গিত দিয়েছেন। অন্যদিকে, জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু জানিয়েছেন, ত্রি-দলীয় চ্যালেঞ্জ সিরিজের।

তবে করোনার কারণে গেল মার্চের মাঝামাঝি সময়ে প্রথম রাউন্ডের পর বন্ধ হয়ে যাওয়া ঢাকা প্রিমিয়ার লিগ বা জাতীয় ক্রিকেট লিগ নিয়ে কোন কথা হয়নি। তবে ঘরোয়া ক্রিকেট ফিরলে, জৈব-সুরক্ষা পরিবেশে বেশি সংখ্যক ক্রিকেটারদের নিয়ে তা আয়োজন করা কঠিনই বটে। বাসস


আরো সংবাদ



premium cement