২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

টস জিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাট করছে ইংল্যান্ড

টস জিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাট করছে ইংল্যান্ড - ছবি : এএফপি

সিরিজের শেষ ওয়ানডেতে টস জিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাট করছে ইংল্যান্ড। রাত ৯টায় এই রিপোর্ট লেখা পর্যন্ত ইংল্যান্ডের স্কোর ছিল ৪২ ওভার শেষে ৬ উইকেটে ২২৭ রান। ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ১১২ রান করে আউট হয়েছেন ওপেনার জেএম বেয়ারস্টো। টম কারান ৫ রান আর ক্রিস ওয়াকস ৬ রান নিয়ে মাঠে ব্যাট করছেন। অস্ট্রেলিয়ার পক্ষে এ জাম্পা ১০ ওভার বল করে ৩ উইকেট এবং এমএ স্টার্ক ৭ ওভার বল করে নিয়েছেন ২ ইউকেট

ব্যাটসম্যানদের ব্যর্থতায় গেল ম্যাচে হারায় হতাশ অজি কোচ জাস্টিন ল্যাঙ্গার। সিরিজ জয়ে শেষটায় কোনো ছাড় দিতে চান না তারা। অন্যদিকে, দীর্ঘ ৫ বছর পর নিজেদের মাটিতে দ্বিপাক্ষিক সিরিজ জয়ে মুখিয়ে আছে ইংলিশরাও। ম্যানচেস্টারে ম্যাচটি শুরু হবে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬ টায় ম্যাচটি শুরু হয়েছে।

সাউদাম্পটনে দ্বিতীয় ওয়ানডেতে ইংল্যান্ডের বিপক্ষে দারুণ শুরু করেছিলো অস্ট্রেলিয়া। ২৩১ রানের জবাবে ব্যাটিংয়ে নেমে যে ছন্দে শুরু করেছিলেন ফিঞ্চ তাতে মনে হচ্ছিলো ম্যাচটা বুঝি জিতেই যাচ্ছে অজিরা। কিন্তু হঠাৎই ছন্দপতন। মাত্র ৪ রানের ব্যবধানে চার উইকেট পড়ে যাওয়ায় মারাত্মক ব্যাটিং বিপর্যয়ে পড়ে অজিরা।

সেখান থেকে আর ঘুরে দাঁড়ানো হয়নি অতিথিদের। ফলাফল সমতায় ফেরে ইংল্যান্ড। শেষ ওয়ানডে এখন অস্ট্রেলিয়ার জন্য মর্যাদার ম্যাচে পরিণত হয়েছে। কারণ হারলেই টি টোয়েন্টির মত সিরিজ হাতছাড়া। আর জিতলে সুযোগ থাকছে ২-১ ব্যবধানে সিরিজ জয়ের।

দ্বিতীয় ম্যাচে ব্যাটিং বিপর্যয়ে হতাশ কোচ জাস্টিন ল্যাঙ্গার। সিরিজ শুরুর আগের দিন মাথায় আঘাত পেয়েছেন দলের ব্যাটিং লাইনআপের অন্যতম সেরা কাণ্ডারি স্টিভ স্মিথ। দ্বিতীয় ওয়ানডেতেও তাকে পায়নি দল। তবে, শেষ ম্যাচে স্মিথের ফেরার আভাস দিয়েছেন কোচ। সবাই এক হয়ে লড়াই করলে জয় ওয়া কঠিন হবে না বলে মনে করছেন অজি কোচ।

অস্ট্রেলিয়ার কোচ জাস্টিন ল্যাঙ্গার বলেন, ‘দ্বিতীয় ওয়ানডেতে আমরা এমনভাবে হারবো এটা ভাবতেই পারিনি। ব্যাটসম্যানরা ইংলিশ বোলারদের সামনে এক রকম অসহায় আত্মসমর্পণ করেছে যেটা ঠিক হয়নি। তবে, ওরা ওদের ভুল বুঝতে পেরেছে। শেষ ম্যাচে সবাই পুরো দল হয়ে লড়াই করবে।’

ঘরের মাটিতে গেল পাঁচ বছর ধরে কোন দ্বিপাক্ষিক সিরিজ জিততে পারেনি ইংল্যান্ড। সে আক্ষেপ ঘোচাতে মরিয়া স্বাগতিকরা। শেষ ওয়ানডেতে অজিদের দুর্গ গুড়িয়ে দেয়া বড় ভূমিকা রেখেছিলেন ক্রিস ওকস। অ্যারন ফিঞ্চ, মারনাস লাবুশানে ও গ্লেন ম্যাক্সওয়েলের উইকেট নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন তিনি। শেষ ম্যাচের আগে তাই আত্মবিশ্বাস বেড়েছে ওকসের। এ ম্যাচেও বল হাতে তাণ্ডব ছড়াতে প্রস্তুত তিনি।

ইংল্যান্ডের ক্রিকেটার ক্রিস ওকস বলেন, 'অস্ট্রেলিয়া বিপদজনক দল। ওদের বিপক্ষে জয় পাওয়া কঠিন। তবে, আমরা প্রস্তুত আছি। দলের সবাই ফর্মে আছে। আশা করছি জয় আমাদেরই হবে। গেল ম্যাচে বোলাররা যেভাবে দায়িত্ব পালন করেছে, সেভাবেই এ ম্যাচে বোলিং করতে চাই।'


আরো সংবাদ



premium cement
মিরসরাইয়ে মৃত্যুর ১৫ দিন পর ব্যাংক কর্মকর্তার কবর থেকে লাশ উত্তোলন দেশে দেড় হাজার মেগাওয়াট লোডশেডিং, দুর্ভোগে মানুষ রংপুরে মহানবী সা:-কে নিয়ে কটূক্তি করায় ছাত্রলীগ কর্মী গ্রেফতার বাড়ছে না শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি, অনলাইনে ক্লাস চালুর চিন্তা বিশ্বের অন্যতম স্মার্ট হজ ব্যবস্থাপনা হবে বাংলাদেশে : ধর্মমন্ত্রী সিলেটে ৪৪ লাখ টাকার ভারতীয় চিনিসহ গ্রেফতার ৪ অবৈধ সম্পদ : এস কে সিনহার বিরুদ্ধে প্রতিবেদন ২৬ জুন টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে চাপম্যান-আফ্রিদির উন্নতি থানচিতে ট্রাকে দুর্বৃত্তদের গুলি চীনের আনহুই প্রদেশের সাথে ডিএনসিসি’র সমঝোতা স্মারক সই শরীয়তপুরে আ’লীগের ২ গ্রুপের সংঘর্ষ : ২ শতাধিক ককটেল বিষ্ফোরণ

সকল