২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫
`

কালো হওয়ায় সোলেকিলেকে দলে নেননি স্মিথ

কালো হওয়ায় সোলেকিলেকে দলে নেননি স্মিথ - ছবি: সংগৃহীত

দক্ষিণ আফ্রিকার সাবেক সফল অধিনায়ক ও বর্তমান বোর্ড পরিচালক গ্রায়েম স্মিথের বিপক্ষে বর্ণবাদের অভিযোগ আনলেন দেশটির সাবেক উইকেটরক্ষক থামি সোলেকিলে।

স্মিথের বিপক্ষে সোলেকিলের অভিযোগ হলো, ২০১২ সালে ইংল্যান্ড সফরে বলের আঘাতে দল থেকে ছিটকে পড়েন সে সময়ের প্রোটিয়া উইকেটরক্ষক মার্ক বাউচার।

তবে সফরে দক্ষিণ আফ্রিকার দলে দ্বিতীয় উইকেটরক্ষক হিসেবে ছিলেন সোলেকিলে। কিন্তু বর্ণবৈষম্যের কারণে সোলেকিলেকে একাদশে নেননি ঐ সফরে প্রোটিয়াদের অধিনায়ক স্মিথ।

সোলেকিলের অভিযোগে বিব্রত স্মিথ। সোলেকিলের অভিযোগের পাল্টা জবাব দিয়েছেন তিনি। এক বিবৃতিতে স্মিথ বলেন, ‘আমি আমার জীবনে অনেক খেলোয়াড়কে দেখেছি যারা কারণ ছাড়াই অধিনায়কদের বিপক্ষে অভিযোগ তুলেছেন। এই অভিযোগের মুখে পড়েছেন স্টিভ ওয়াহর মতো অধিনায়কও, মাইকেল ভন-অর্জুনা রানাতুঙ্গার মতো অধিনায়কও। শন পোলক-ল্যান্স ক্লুজনারকে বাদ দেওয়ার সিদ্ধান্তও আমাকে নিতে হয়েছে। দু’টিই ছিল খুবই আবেগময় সিদ্ধান্ত। সমালোচনাও শুনতে হয়েছে আমাকে। এগুলো সামলে নিয়েছিলাম। অনেক কিছুকে গুরুত্ব দেইনি। অধিনায়ক হলে, সকল দোষ-ভুল অধিনায়কের উপরই বর্তায়।’

স্মিথ আরো বলেন, ‘সোলেকিলেকে বাদ দেওয়ার ব্যাপারে কোনো প্রকার বর্ণবৈষম্য বা এ জাতীয় কিছু ছিল না। পুরো বিষয়টি নির্বাচকদের সাথে আলোচনা করেই করা হয়েছিলো। দলের কম্বিনেশন বা পরিস্থিতি বিবেচনায় করা হয়েছিলো। তাই সোলেকিলের অভিযোগটি ভিত্তিহীন।’

২০০৩ সাল থেকে ২০১৪ পর্যন্ত টানা ১০৮টি টেস্ট ও ১৪৯টি ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকাকে নেতৃত্ব দিয়েছেন স্মিথ।

আর দেশের হয়ে ২০০৪ সালে তিনটি টেস্ট খেলেছেন সোলেকিলে। ব্যাট হাতে ৪৭ রান করেন তিনি।

২০১৫ সালে দক্ষিণ আফ্রিকার ঘরোয়া ক্রিকেটে ম্যাচ পাতানোর অভিযোগে ১২ বছরের জন্য নিষিদ্ধ হন সোলেকিলে।

সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement
ড. ইউনূসের ইউনেস্কো পুরস্কার নিয়ে যা বললেন তার আইনজীবী একনেকে ৮৪২৫ কোটি টাকার ১১ প্রকল্প অনুমোদন সান্তাহারে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে যুবক নিহত জলবায়ু সহনশীল মৎস্যচাষ প্রযুক্তি উদ্ভাবনে পদক্ষেপ নেয়া হবে : আব্দুর রহমান যুক্তরাষ্ট্রের সেতু ভাঙ্গার প্রভাব পড়বে বিশ্বজুড়ে! নাশকতার মামলায় চুয়াডাঙ্গা বিএনপি-জামায়াতের ৪৭ নেতাকর্মী কারাগারে হারল্যানের পণ্য কিনে লাখপতি হলেন ফাহিম-উর্বানা দম্পতি যাদের ফিতরা দেয়া যায় না ১৭ দিনের ছুটি পাচ্ছে জবি শিক্ষার্থীরা বেলাবতে অটোরিকশা উল্টে কাঠমিস্ত্রি নিহত রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমার সেনাবাহিনীর বিরুদ্ধে জাতিসঙ্ঘের প্রতিবেদন

সকল