২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫
`

ইমরান খানের হাত ধরেই পাকিস্তানের ক্রিকেট ‘ধ্বংস হচ্ছে’ : মিয়াদাদ

- সংগৃহীত

পাকিস্তান ক্রিকেটের কিংবদন্তি বলা হয় ইমরান খানকে। দেশটির একমাত্র ওয়ানডে বিশ্বকাপ জয়ী দলের অধিনায়কও তিনি। আশি-নব্বইয়ের দশকে সেরা অলরাউন্ডারদের একজনও ছিলেন ইমরান। ক্রিকেট ছাড়ার পর রাজনীতিতে যোগ দেন ইমরান। বর্তমানে পাকিস্তানের প্রধানমন্ত্রী তিনি। প্রধানমন্ত্রী হিসেব দেশের ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান পৃষ্ঠপোষকও। তারপরও পাকিস্তানের ক্রিকেটের ধ্বংস করছেন ইমরান, এমনই মন্তব্য করলেন দেশটির আরেক সাবেক অধিনায়ক ও কোচ জাভেদ মিয়াদাদ।

১৯৯২ সালে প্রথমবারের মত ওয়ানডে বিশ্বকাপ জিতে পাকিস্তান। ঐ দলের অধিনায়ক ছিলেন ইমরান। দলে ছিলেন মিয়াদাদও। দু’জনের দীর্ঘদিন একত্রে খেলার অভিজ্ঞতাও রয়েছে। তাই বন্ধুত্বপূর্ণ সর্ম্পকটাও বেশ। কিন্তু পাকিস্তানের বর্তমান ক্রিকেটের প্রেক্ষাপটে ইমরানের সমালোচনা করলেন মিয়াদাদ।

ইউটিউবে এক ভিডিওতে ৬৩ বছর বয়সী মিয়াঁদাদ বলেন, ‘পিসিবির একজন কর্মকর্তারও ক্রিকেট নিয়ে বিন্দুমাত্র জ্ঞান নেই। এ জন্য ক্রিকেট বোর্ড এখন মহা বিপদে। বোর্র্ডের এই করুণ দশা নিয়ে আমি ব্যক্তিগতভাবে ইমরানের সাথে কথা বলবো। ক্রিকেট বোর্ডের জন্য সঠিক নয়, এমন কাউকে বোর্ডে রাখা যাবে না। বিশেষভাবে যারা দেশের বাইরের, তাদেরকে বোর্ডে রাখার কোন যুুক্তি আমি দেখি না।’

মিয়াদাদ মূলত পিসিবির প্রধান নির্বাহী ওয়াসিম খানের দিকে আঙ্গুল তুলেছেন। পাকিস্তানী বংশোদ্ভূত হলেও ইংল্যান্ডে জন্ম ওয়াসিমের। ইংল্যান্ডে পেশাদার ক্রিকেটও খেলেছেন তিনি। ২০১৮ সালের ডিসেম্বরে ওয়াসিমকে প্রধান নির্বাহীর দায়িত্ব দেয় পিসিবি।

এমন একজন ‘বিদেশি’কে ক্রিকেট বোর্ডের বড় পদে পছন্দ নয় মিয়াদাদের। তিনি বলেন, ‘আপনি বিদেশ থেকে একজনকে নিয়ে এলেন, সে যদি কিছু চুরি করে নিয়ে পালায় তাকে কীভাবে ধরবেন? বোর্ডের দায়িত্ব পালনের জন্য পাকিস্তানে আর মানুষ নেই। তারা মরে গেছে? যে আপনাদের বাইরে থেকে মানুষ আনতে হবে? আমি চাই পাকিস্তানের মানুষজনই বোর্ডের দায়িত্বে থাকুক।’

দেশের ক্রিকেট বোর্ডের দিকে মোটেও নজর দেন না ইমরান দাবী মিয়াদাদের। তিনি বলেন, ‘আমি তোমার (ইমরানের) অধিনায়ক ছিলাম। আমিই সেই মানুষ ছিলাম, যে তোমার জন্য তদবির করেছে। তুমি ভাবো তুমি ছাড়া আর কেউ ক্রিকেট বোঝে না। পিসিবিতে কারা আছে, তাদের নিয়ে আরেকবার ভাবা উচিত।’

কয়েক বছর হয়ে গেল পাকিস্তানের ডিপার্টমেন্টাল ক্রিকেট বন্ধ করে দেয়া হয়েছে। এতে অনেক ক্রিকেটার বেকার হয়ে পড়েছে। এটি ঠিক করেনি পিসিবি বলে জানান মিয়াদাদ, ‘যে ক্রিকেটাররা এখন খেলায় আসছে, তাদের ক্রিকেটে কোন ভবিষ্যৎ নেই। ডিপার্টমেন্ট ক্রিকেট বন্ধ করে দিয়ে তাদের সমস্যায় ফেলে দেয়া হয়েছে।’

পাকিস্তানের হয়ে ২১ বছর ক্রিকেট খেলেছেন ইমরান। সেসময় ১২৪ টেস্টে ৮৮৩২ রান ও ২৩৩ ওয়ানডেতে ৭৩৮১ রান করেন তিনি। সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement
এলডিসি থেকে উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পেতে কার্যকর পদক্ষেপ নিন : প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি আহসান উল্লাহ ‘ট্রি অব পিস’ পুরস্কার বিষয়ে ইউনূস সেন্টারের বিবৃতি আনোয়ারায় বর্তমান স্বামীর হাতে সাবেক স্বামী খুন, গ্রেফতার ৩ ফতুল্লা প্রেস ক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত বদরের শিক্ষায় ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হতে হবে : সেলিম উদ্দিন ইসলামের বিজয়ই বদরের মূল চেতনা : ছাত্রশিবির পরিবেশ দূষণে বাংলাদেশে বছরে ২ লাখ ৭২ হাজার মানুষের মৃত্যু : বিশ্বব্যাংক নোয়াখালীতে ল’ইয়ার্স কাউন্সিলের ইফতার মাহফিল অনুষ্ঠিত ‘আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠার জন্য ল’ ইয়ার্স কাউন্সিল কাজ করে যাচ্ছে’ পুকুরে পাওয়া গেল ১০০ ইলিশ

সকল