২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

ইংল্যান্ডে নিয়ম ভেঙ্গে আইসোলেশনে মোহাম্মদ হাফিজ

- সংগৃহীত

করোনাভাইরাসের মধ্যে ইংল্যান্ডে জৈব সুরক্ষার নিয়ম ভাঙ্গায় অলরাউন্ডার মোহাম্মদ হাফিজকে আইসোলেশনে পাঠালো পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বোর্ডের এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।

চলতি সফরে টেস্ট দলে না থাকলেও তিন ম্যাচ টি-২০ সিরিজে পাকিস্তান দলের অংশ ইংল্যান্ডে আছেন হাফিজ। সাউদাম্পটনের যে হোটেলে পাকিস্তানের ক্রিকেটাররা আছেন তার বাইরের একটি গলফ কোর্সে সময় কাটিয়েছেন তিনি। সেখানে ৯০ বছর বসয়ী এক বৃদ্ধার সাথে ছবি তুলে সেটি সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে পোস্ট করেন হাফিজ। ছবির ক্যাপশনে হাফিজ লিখেন,‘একটি স্বাস্থ্যকর জীবন যাপন করা নব্বইয়ের বেশি বয়সী এক তরুণীর সাথে দেখা হয়ে গেল।’

এই টুইট ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় উঠে সামাজিক যোগাযোগ মাধ্যমে। প্রশ্ন উঠে, কি করে জৈব সুরক্ষা নিয়ম ভেঙ্গে বাইরের কোন মানুষের কাছাকাছি যেতে পারলেন হাফিজ। এমন অবস্থায় টনক নড়ে পিসিবির। তাই পিসিবি জানায়, টিম ম্যানেজমেন্টের সিদ্বান্তে হাফিজকে আইসোলেশনে পাঠানো হয়েছে।

বিবৃতিতে পিসিবি বলে, ‘হাফিজের টুইট দেখে পরিষ্কার বুঝা যাচ্ছে, নিয়মনুযায়ী দু’মিটার দূরত্ব থাকার নিয়ম মানেননি তিনি। তাই দলের চিকিৎসকের সাথে আলোচনা করে হাফিজকে আইসোলেশনে পাঠানো হয়েছে।’

আইসোলেশনে থাকা অবস্থায় দু’বার করোনা পরীক্ষা করা হবে। ঐ দুই রিপোর্ট ‘নেগেটিভ’ হলে দলের সাথে অনুশীলন করার সুযোগ পাবেন হাফিজ। হাফিজের বিষয়টি ইতোমধ্যে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ডকে (ইসিবি) জানিয়েছে পিসিবি। ইসিবির মেডিকেল বিশেষজ্ঞরাও এ ব্যাপারে দেখ-ভাল করছে।

পিসিবি আরো জানিয়েছে,‘ইংলিশ ক্রিকেট বোর্ডের মেডিকেল দল হাফিজকে নিজের ও সবার স্বার্থে স্বেচ্ছায় সঙ্গনিরোধ অবস্থায় থাকার কথা বলেছে।’

উল্লেখ্য, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে গত সিরিজে জৈব সুরক্ষা কড়া নিয়ম ভঙ করেছিলেন ইংল্যান্ডের পেসার জোফরা আর্চার। পরে শাস্তি হিসেবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একটি টেস্ট খেলতে পারেননি তিনি। পাঁচ দিন আইসোলেশনে থেকে দু’বার করোনা রিপোর্ট ‘নেগেটিভ’ করে দলের সাথে যোগ দেন আর্চার। সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement