১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫
`

অক্টোবরে ক্রিকেটে ফিরছে বাংলাদেশ, সাকিবের খেলা নিয়ে গুঞ্জন

- ছবি : সংগৃহীত

আগামী অক্টোবর-নভেম্বরে টেস্ট ও টি-২০ সিরিজ খেলতে শ্রীলংকা সফর করবে বাংলাদেশ ক্রিকেট দল। আগামী ২৪ অক্টোবর প্রথমবারের মতো মাঠে নামবে তারা।

গত ১১ মার্চ দেশের মাটিতে সবশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলে বাংলাদেশ। জিম্বাবুয়ের বিপক্ষে ওই টি-টোয়েন্টির পর থেকে করোনার প্রাদুর্ভাবের জন্য আন্তর্জাতিক ক্রিকেটে বাইরে আছেন খেলোয়াড়রা।

গত জুলাইয়ে শ্রীলঙ্কা সফরে যাওয়ার কথা ছিল বাংলাদেশের। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান বুধবার জানান, সফরে যাওয়ার সম্ভাব্য একটি সময় নির্ধারণ করা হয়েছে। ঠিক করা হয়েছে খেলা শুরুর সময়।

তবে ঐ সিরিজে দেশের সেরা ক্রিকেটার সাকিব আল হাসান,অংশ নিতে পারবে কি-না, তা এখনো নিশ্চিত করতে পারেনি বিসিবি।

জুয়াড়ির কাছ থেকে ম্যাচ ফিক্সিংএর প্রস্তাব পাওয়ার তথ্য আইসিসিকে না জানানোয়, এক বছরের জন্য নিষিদ্ধ হন সাকিব। আগামী ২৯ অক্টোবর সাকিবের নিষেধাজ্ঞা শেষ হবে।

আর অক্টোবর থেকেই শ্রীলংকার বিপক্ষে বাংলাদেশের টেস্ট সিরিজ শুরু হবে। অবশ্য টি-২০ সিরিজ এখনো নিশ্চিত হয়নি। তাই গুঞ্জন উঠেছে, নিষেধাজ্ঞা শেষেই কি, সাকিবকে দলে পাওয়া যাবে কি-না!!

তবে ধারনা করা হচ্ছে টেস্ট সিরিজে সাকিবকে পাওয়া যাবে না, টি-২০ সিরিজে দেশের সাবেক অধিনায়ককে পাওয়া যাবে।

সাকিবের ফেরার বিষয় নিয়ে আজ কথা বলেছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান। তিনি বলেন, ‘অবশ্যই সাকিব আমাদের দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়। তার অর্ন্তভুক্তি দলের শক্তি বাড়াবে। তবে আমরা এখনো তার ইস্যুতে কথা বলতে পারিনি। আমরা তার প্রত্যাবর্তনের বিষয়ে আলোচনা করেছি, কিন্তু এটি কিভাবে হবে তা নিয়ে এখনো আলোচনা হয়নি। আমরা বিসিবি সভাপতি, কোচ ও নির্বাচকদের সাথে কথা বলবো।’

আকরাম জানান, সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে দেশে ফিরবেন কোচিং স্টাফরা। এরপর শ্রীলংকা সফরের জন্য সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে কন্ডিশনিং ক্যাম্প হবে।

সাকিবের ফিটনেস ও ম্যাচ ফিটনেসের বিষয়ে কথা বলেন আকরাম। তার মতে, হঠাৎ করে মাঠে ফিরতে তার সমস্যা হতে পারে।

আকরাম বলেন, ‘দলের সাথে সাকিবকে অনুশীলনের অনুমতি দিবে কি-না আইসিসি, তা আমি জানি না। কারন ২৯ অক্টোবর পর্যন্ত পর্যন্ত সাকিবের নিষেধাজ্ঞা রয়েছে। এরপর আসবে ম্যাচ অনুশীলনের ইস্যু। এগুলো নিয়ে আমাদের বিস্তারিত আলোচনা করতে হবে।’

সাকিবের ফিটনেস নিয়ে সর্তক বাংলাদেশ ক্রিকেট দলের কোচ রাসেল ডোমিঙ্গোও। তিনি বলেন, ‘সাকিবকে নিশ্চিত করতে হবে, সে ফিট আছে এবং ব্যাটিং-বোলিংও শুরু করতে হবে। শ্রীলংকা সফরটি নিশ্চিত হলে আমাদের একত্রিত হতে হবে। তাহলে আমরা সিদ্বান্ত নিতে পারবো।’

তিনি আরও বলেন, ‘এখনো অনেক সময় বাকী রয়েছে। এখন মাত্র আগস্ট চলছে। তার নিষেধাজ্ঞা শেষ হতে আরও আড়াই মাস লাগবে। যখন সে ফিট হবে এবং খেলতে পারবে, তখন আমরা সকল বাঁধা পেরোতে পারবো।’

ডোমিঙ্গো আরও জানান, ‘ক্রিকেট ছাড়া আন্তর্জাতিক ক্রিকেটে ফেরাটা অনেক বেশি কঠিন। আমার মনে হয়, তাকে কিছু ম্যাচ খেলার সুযোগ করে দেয়া দরকার। সে বিশ্বসেরা খেলোয়াড়, তাই আমি নিশ্চিত, সে দারুনভাবে ক্রিকেটে ফিরতে পারবে।’


আরো সংবাদ



premium cement