২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

তুমুল উত্তেজনা পাকিস্তান-ইংল্যান্ড ম্যাচে

রোমাঞ্চকর পরিণতি? - ছবি : সংগৃহীত

রোমাঞ্চকর পরিণতির দিকে যাচ্ছে ইংল্যান্ড ও পাকিস্তানের মধ্যকার টেস্ট ম্যাচ। ওল্ড ট্র্যাফোর্ডে শুক্রবার পাকিস্তানের বিরুদ্ধে প্রথম টেস্টে ইংল্যান্ডকে ম্যাচে ফেরালেন স্বাগতিক দলের বোলাররা৷ প্রথম ইনিংসে ১০৭ রানে পিছিয়ে থেকেও দ্বিতীয় ইনিংসে তৃতীয় দিনের শেষে পাকিস্তানের ১৩৭ রানে ৮ উইকেট তুলে নিয়েছেন ইংরেজ বোলাররা৷

দিনের শেষ দিকে জোড়া উইকেট তুলে নিয়ে পাকিস্তানকে জোর ধাক্কা দেন বেন স্টোকস৷ তৃতীয় দিনের শেষে ২৪৪ রানে এগিয়ে রয়েছে পাকিস্তান৷ চোটের কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওল্ড ট্র্যাফোর্ডে গত মাসে তৃতীয় টেস্টে বোলিং করেননি৷ এদিন মাত্র ২০ বলে ১১ রান দিয়ে পাকিস্তানের ২ উইকেট তুলে নিয়ে ইংল্যান্ডকে ম্যাচে ফেরান স্টোকস৷ মহম্মদ রিজওয়ানকে ২ রানে এলবিডব্লিউ করার সময় ম্যাচে তিনি মাত্র অষ্টম ডেলিভারি করেন৷ তারপর টেলেন্ডার শাহীন আফ্রিদিকে একটি শর্ট বলে আউট করেন৷ ইয়াসির শাহ ১২ এবং মহম্মদ আব্বাস শূন্য রানে অপরাজিত রয়েছেন৷

প্রথম ইনিংসে ১০৭ রানের লিড নিয়েও দ্বিতীয় ইনিংসে শুরুটা অবশ্য ভালো হয়নি পাকিস্তানের৷ ৫০ রানের গণ্ডি টপকানোর আগেই তিন ব্যাটসম্যান প্যাভিলিয়নে ফিরে গিয়েছেন৷ এঁদের মধ্যে রয়েছেন প্রথম ইনিংসে সেঞ্চুরিকারী শান মাসুদ ও হাফ-সেঞ্চুরিকারী বাবর আজম৷ প্রথম ইনিংসে ১৫৬ রানের দুরন্ত ইনিংস খেলা মাসুদ দ্বিতীয় ইনিংসে খাতা খোলার আগেই প্যাভিলিয়নে ফিরে যান৷ শূন্য রানে বাঁ-হাতি পাক ওপেনারের উইকেট নেন স্টুয়ার্ট ব্রড৷ এছাড়া বাবর আজম ব্যক্তিগত ৫ এবং আবিদ আলি ২০ রান করে আউট হন৷ মাত্র ৪৮ রানে তিন উইকেট হারায় পাকিস্তান৷

তারপর থেকে নিয়মিত উইকেট হারাতে থাকে পাকিস্তান৷ দ্বিতীয় ইনিংসের পাকিস্তানের সর্বোচ্চ স্কোর আসাদ সাফিকের ২৯ রান৷ স্টোকস ছাড়াও স্টুয়ার্ট ব্রড এবং ক্রিস ওকস দু’টি করে উইকেট নিয়েছেন৷

এর আগে পাকিস্তানি বোলারদের সামনে বিশেষ প্রতিরোধ গড়ে তুলতে পারেননি ইংল্যান্ড ব্যাটসম্যানরা৷ মাত্র একজন ইংরেজ ব্যাটসম্যান হাফ-সেঞ্চুরির গণ্ডি টপকেছেন৷ ইংল্যান্ড ইনিংসে সর্বোচ্চ ৬২ রান করেন ওলি পোপ৷ দ্বিতীয় সর্বোচ্চ ৩৮ রান এসেচে উইকেটকিপার ব্যাটসম্যান জোস বাটলারের ব্যাট থেকে৷ ইংল্যান্ড ইনিংসের প্রথম চার ব্যাটসম্যানের কেউ ২০ রানের গণ্ডি টপকাতে পারেননি৷ প্রথম ইনিংসে পাকিস্তানের ৩২৬ রানের জবাবে ২১৯ রানে শেষ হয়ে যায় ইংল্যান্ড৷

ইংল্যান্ড ইনিংসে বড় ধাক্কা দেন ইয়াসির শাহ৷ ১৮ ওভার হাত ঘুরিয়ে ৬৬ রান খরচ করে ৪টি উইকেট তুলে নেন তিনি৷ এছাড়া মহম্মদ আব্বাস ও শাদাব খান দু’টি করে উইকেট নেন৷ প্রথম ইনিংসে পাকিস্তান বড় রানের লিড বিশেষ সুবিধা করতে পারল না৷


আরো সংবাদ



premium cement