১৬ এপ্রিল ২০২৪, ০৩ বৈশাখ ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৫
`

স্টেডিয়ামে ৫০ শতাংশ দর্শক নিয়ে আইপিএল!

স্টেডিয়ামে ৫০ শতাংশ দর্শক নিয়ে আইপিএল! -

দর্শকশূন্য নয়, আইপিএলে মাঠ বসে খেলা দেখার সুযোগ পেতে পারেন ক্রিকেটপ্রেমীরা৷ সংযুক্ত আরব আমিরাত সরকার অনুমোদন দিলে ইউএই ক্রিকেট বোর্ড দর্শকদের দিয়ে ৩০ থেকে ৫০ শতাংশ স্টেডিয়াম পূরণ করতে আগ্রহী৷ শুক্রবার ইউএই সচিব মুবাশি উসমানী পিটিআইকে এমনটাই জানিয়েছেন।

আইপিএলের তারিখ ঘোষণার সময় চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল জানিয়েছিলেন ১৯ সেপ্টেম্বর থেকে ৮ নভেম্বর আইপিএলে দর্শকদের ছাড় দেয়ার সিদ্ধান্ত নেবে সংযুক্ত আরব আমিরাত সরকার৷ রোববার আইপিএল গভর্নিং কাউন্সিলের বৈঠকে আইপিএলের ত্রয়োদশ সংস্করণের পূর্ণাঙ্গ সূচি স্থির হতে পারে৷

উসমানী ফোনে বলেন, ‘একবার আমরা বিসিসিআইয়ের কাছ থেকে (ভারত সরকারের অনুমোদনে) নিশ্চয়তা পেলে সম্পূর্ণ প্রস্তাব এবং এসওপি নিয়ে আমাদের সরকারের কাছে যাব৷ যা আমাদের ও বিসিসিআই-এর প্রস্তুতি নিতে সাহায্য করবে৷’

মাঠে বসে দর্শকরা খেলা দেখতে পারবেন কিনা, এই প্রশ্নের উত্তরে তিনি জানান, ‘অবশ্যই আমাদের লোকেরা এই মর্যাদাপূর্ণ ইভেন্টটি অনুভব করতে চাই৷ তবে এটি সম্পূর্ণ সরকারের সিদ্ধান্ত৷ এখানে বেশিরভাগ ইভেন্টের জন্য স্টেডিয়ামের ৩০ থেকে ৫০ শতাংশ দর্শক ঢোকানার অনুমিত পাওয়া যেতে পারে৷ আমরা একই সংখ্যার দিকে তাকিয়ে রয়েছি৷’ তিনি আরও যোগ করেছেন, ‘আমরা সরকারের অনুমোদনের বিষয়ে আশাবাদী।’

সংযুক্ত আরব আমিরাতে কোভিড -১৯ এর ৬ হাজারে বেশি সক্রিয় কেস রয়েছে৷ মহামারীর সামগ্রিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ২০২০ সালের দুবাই রাগবি সেভেনস ইভেন্টটি নভেম্বরে নির্ধারিত হয়েছিল৷ কিন্তু করোনভাইরাস কারণে ১৯৭০ থেকে চলে আসা এই টুর্নামেন্টটি প্রথমবারের মতো বাতিল করা হয়েছে।

উসমানী আইপিএলের নিরাপত্তা নিয়ে উদ্বেগের কিছু দেখছেন না৷ তিনি বলেন, ‘সংযুক্ত আরব আমিরাত সরকার করোনাভাইরাস দক্ষতার সাথে কমাতে সক্ষম হয়েছে। কিছু নিয়ম এবং প্রোটোকল অনুসরণ আমরা প্রায় একটি সাধারণ জীবনযাপন করছি। আইপিএল হতে এখনও কিছু সময় দেরি রয়েছে৷ আমরা এখনকার চেয়ে আরও ভালো জায়গায় থাকব।’

আইপিএলের জন্য ভারতীয় ক্রিকেট বোর্ড ‘স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর’ অর্থাৎ (এসওপি) তৈরি করে রেখেছে৷ যা শীঘ্রই আইপিএল ফ্র্যাঞ্চাইজি মালিকদের কাছে পাঠিয়ে দেয়া হবে৷ তা ইউএই ক্রিকেট বোর্ড-কেও পাঠিয়ে দেয়া হবে৷


আরো সংবাদ



premium cement
বড় বোনের বৌভাতের গিয়ে দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত কোটালীপাড়ায় মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত চুয়াডাঙ্গা দর্শনায় রেললাইনের পাশ থেকে যুবকের লাশ উদ্ধার সাবেক চেয়ারম্যান মাহবুবার রহমানের কবর জিয়ারত করলেন জামায়াত আমির আরব আমিরাতে ভারী বৃষ্টিপাত, বন্যায় ওমানে মৃতের সংখ্যা বেড়ে ১৮ ডা. জাফরুল্লাহ চৌধুরী ছিলেন অন্যায়ের বিরুদ্ধে সাহসী কণ্ঠস্বর প্রশাসন ও আদালতকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে সরকার : গণঅধিকার পরিষদ দুই কুলই হারালেন ইউপি চেয়ারম্যান জাকারিয়া আলম একদিন পর জবিতে উদযাপন হবে নববর্ষ, বন্ধ থাকবে ক্লাস-পরীক্ষা ইসরাইলে হামলার পর ইরানের পরমাণু স্থাপনা ‘সাময়িক’ বন্ধ তাপমাত্রা ৪১ ডিগ্রি ছাড়িয়ে যাবে!

সকল